ভালোবাসি বলে তাই

আমি সাধারণ মানুষ দেবতা নই তাই সাধারণ মানুষরা আমার পরম বন্ধু, খুব কাছের মানুষ । আমার সুখ দুঃখে পাশে এসে দাঁড়ায়, দুটো কথা বলতে চায়, মনে অসম্ভব চিন্তা আমার জন্য। তাই এরা আমার হাসিমুখ দেখে খুশি হয় আমিও এদের মুখে হাসি দেখলে নিশ্চিন্ত হই।

ভালোবাসি বলে তাই
==================
কেন যে আসি কিসের টানে,
তা মনই জানে, সবাই করে
যায় বিচার, নিজের নিজের
মনে মনে, বৃথাই চেষ্টা সবাইকে
খুশি রাখার, কেউ বোঝে না
বিবেক দিয়ে কার কি মনের কথা।

কি জনি কি ভাব আমায় !
বেলা যায় চলে যায়,
যে কথা বারে বারে বলেছি
তা যেন সবই অসহায়।
যে মাপকাঠিতে করো বিচার
তা শুধু তোমারি মনে,
সবাইকে ছেড়েছি যদি ভাবো
তুমি তাও মনের কোণে।

তাই পায়ে পায়ে সরে যাই
তোমাদের পথ ছেড়ে,
ওরা ত’ বোঝে না কত স্নেহ
লুকোনো থাকে, শুধু শুধু
অপবাদ দিয়ে যায় মিছিমিছি।
ভালোবাসি বলে তাই,
না বলে যে যেতে পারি না,
পায়ে পায়ে শেকল জড়ানো,
তাকে সহজে খুলতে পারি না।

যদি হেসে দিয়ে দাও বিদায়,
চলে যাই তবে মৃদুমন্দ পায়।

6 thoughts on “ভালোবাসি বলে তাই

  1. অতি সরল অমায়িক এবং নম্র যদি কিছু মানুষের তালিকা আমি করি; আপনি অন্যতম প্রিয় কবিবন্ধু। "যদি হেসে দিয়ে দাও বিদায়, চলে যাই তবে মৃদুমন্দ পায়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মন সুন্দর তাই এমন দেখেন প্রিয় কবি। অনেক ধন্যবাদ এত শুভেচ্ছা জ্ঞাপন ও অনুপ্রাণিত করার জন্য ।

  2. আপনার প্রতি রাখি অসীম শ্রদ্ধা ভালবাসা রাখি দিদি ভাই।

    1. অনেক ভালোবাসা ও ধন্যবাদ নিও বোন এমন দরদী মন তোমার ।

  3. যদি হেসে দিয়ে দাও বিদায়,
    চলে যাই তবে মৃদুমন্দ পায়।—অনেক বোধময় প্রকাশ দিদি

    অনেক শ্রদ্ধা জানাই

  4. ভালোবাসা ও শুভেচ্ছা জেনো ভাই । পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।