মুখোমুখি
প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে
আমি দেখতে পাই, অন্য এক আমার অস্তিত্ব,
যেখানে আমার গোপন ক্ষতগুলো
দগদগে ঘা হয়ে ফুটে ওঠে
আমার চারপাশে অসংখ্য আয়না
বার বার আমার ক্ষতগুলোকে
চিনিয়ে দিতে চায়, আমি ক্রমশ
নিজের থেকে সরে যাই নিরাপদ দূরত্বে
সঠিক আয়নার সামনে দাঁড়ানো হয়ে ওঠে না।
'আমি ক্রমশ
নিজের থেকে সরে যাই নিরাপদ দূরত্বে
সঠিক আয়নার সামনে দাঁড়ানো হয়ে ওঠে না।' ___ শুধু আপনি নন; আমরা অনেকেই।
আত্ম অনুভবটুকু হৃদ্যতার সাথে গ্রহণ করার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধু।
হাজারও আয়না দেখিমুখ
কিন্তু সঠিক আয়নায় দাঁড়িয় না
কারণ চুরমার হবে কাঁচ———ভাল লাগল দিদি
আপনার কথায় অনুপ্রাণিত হলাম কবিবাবু।