প্রেমপদ্ম গুমটি ঘর

// প্রেমপদ্ম গুমটি ঘর //
============================
বৃত্ত শাখায় ফুটে না আর প্রেমপদ্ম ফুল
অন্তর্গৃহে অন্ধ চোখে অহমিকা দোলছে দুল-
তবুও গল্প গায় অগ্নি- এপাট ওপাট জলারণ্য
কেনো বা হেসে হেসে দোলছে রোদ্দুর বর্ণ ?

শুধু কি একটা ক্ষীণ কবিতার আশায় !
রোজ তো- কত কবিতা ঝরায়-
একি বৃত্তসুখে জলধর- অতঃপর
ফুটে না আর প্রেমপদ্ম গুমটি ঘর ।
০৪-০৬-১৮
————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “প্রেমপদ্ম গুমটি ঘর

  1. 'তবুও গল্প গায় আগ্নেয়গিরি- এপাট ওপাট জনারণ্যে।' __ চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।