একটি গল্পের গদ্য

একটি গল্পের গদ্য

একটি গল্পের গদ্য লিখে ভাসাই নদীর জলে
একটা পাখি উড়ে এসে কানে কানে বলে
একটা ছবি আঁকো কবি-
তোমার-আমার যা কিছু আছে সবই
মিশিয়ে দাও এই স্রোত উপত্যকায়
যেভাবে আয়ুগুলো ভালোবাসতে-বাসতে ক্ষয় হয়ে যায়।
আমি বলি- ‘ক্ষয়ে বিশ্বাস নেই আমার’
আমি দাস নই ওসব পুরনো প্রথার
তবু কেন পাখি আর পাখায় এতো মাখামাখি
কেন আঁকিয়ে আমি! কার ছবি প্রতি ভোরে আঁকি !
পাখি তবু আমার করতলে হেসে ওঠে অনাবিল
বলে- ‘জানো তো সবাই উড়তে পারে শালিক কিংবা চিল’
মানুষের কাছে এসে সব পাখি ঝাড়ে না পালক
এটাই তো প্রেম কবি! গদ্যে লেখা বিরহের ছক।

3 thoughts on “একটি গল্পের গদ্য

  1. অনুপ্রানিত হইলাম কবি দা————–

  2. যথারীতি সুন্দর কবিতা। অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  3. সুন্দর। শুভেচ্ছা নিন কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।