শুধু অঙ্গার

শুধু অঙ্গার

রাতের ছায়া স্বপ্ন ঘিরে ফুটেছে একটা ফুল
গন্ধ মধুর শুধু ভর করেছে দেহের উপর-
কিছু কায়ার মায়া এনা সকাল বিকাল করে বিধুর
ঐখানে প্রণয়ে ভরপুর কিছু কীটপতঙ্গ বাসর;

ভাঙ্গা দর্পণে সবগুলো প্রজাপতি উড়াউড়ি-
ঐ দেখে না কোচা ভরা সারা বেলা অহংকার
তবুও কত ফুল ঝরে যায় মায়াবী এ যে আঁধার-
অতঃপর ঘাসের বুকে পুড়ে রয় অঙ্গার।

১২-০৬-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “শুধু অঙ্গার

  1. চমৎকার সব লিখায় আমার প্রত্যহ দেখা হয় আপনার সাথে; প্রিয় বাউল কবি শুভেচ্ছা। 

  2. রাত্রি ছায়ায় স্বপ্ন ঘেরে ফোটা একটা ফুল। বাহ দারুণ উপমা কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।