ভেজা স্বরলিপি

ভেজা স্বরলিপি

মন ভাঙার শব্দ পিনপতন নীরবতার থেকেও মুখর
ভাঙা কলসী জোড়া লাগিয়ে মেঘেদের শালীন হেঁটে যাওয়া।

যেমন ভাবে একদিন শকুন্তলা হারিয়ে যায় হরিণ পথ ধরে
মায়াবী রঙের জলছবি এখনো দেবদারুর পাতায় পাতায়।

শিউরে ওঠা ভালো লাগা, এ ভাবেই ভেসে যায় বৃষ্টিছায়া
ভেজা ভেজা খাতার স্বরলিপি কথাগুলো মুখর হয়নি কখনো।

2 thoughts on “ভেজা স্বরলিপি

  1. ছোট ছোট কথায় আপনার লিখা গুলোন আমাকে দারুণ আলোড়িত করে। ভালো লাগে।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. খুউবি পরিচ্ছন্ন লেখা। আপনার লেখা ভাল লাগার অন্যতম কারণ এটি আমার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।