এ কেমন সহবাস
মাটির গায়ে পূবালী বাতাস বয়েই চলছে;
আপন চলচিত্ত রূপে কিংবা বিষাক্ত গুণে
তবুও সাদা পায়রাদের আর্তনাদ মিশে না
মুক্ত হাওয়ার স্বাদ শুধু গা শিংরে উঠে-
শিংরে উঠে আপনারে আপন কে বা চিনে;
চিনা দেহে হায়না রূপে কতবার সহবাস
এ জনসমুদ্র কাঁদছে শ্মাশনপুরে বার বার
বেঁধেছে জমাট বাঁধা বরফে দলছুট সংসারে
সোনার হরিণ গেয়ে যায় গান আপন চিত্রে।
___________
০৩-০৭-১৭
শিংরে উঠা শব্দটি সম্ভবত শিউরে উঠাকে বুঝিয়েছেন। বাকিটুকু বুঝে নিয়েছি। ধন্যবাদ।
শুভ জন্মদিন প্রিয় বাউল কবি। ভালো থাকবেন। আনন্দে থাকবেন। শব্দনীড় এর শুভেচ্ছা।
জ্বি দাদা
শিংরে শব্দ আঞ্চলিক
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন
সুন্দর কবিবাবু। শুভ জন্মদিন।

এ কেমন সহবাস– কাব্যে দারুন চেতনা ফুটিয়ে তুলছেন। ধন্যবাদ প্রিয় বাউল কবি বন্ধু।
মন্তব্যের উত্তর নাই। কেন কবিবাবু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!