এ কেমন সহবাস

এ কেমন সহবাস

মাটির গায়ে পূবালী বাতাস বয়েই চলছে;
আপন চলচিত্ত রূপে কিংবা বিষাক্ত গুণে
তবুও সাদা পায়রাদের আর্তনাদ মিশে না
মুক্ত হাওয়ার স্বাদ শুধু গা শিংরে উঠে-
শিংরে উঠে আপনারে আপন কে বা চিনে;

চিনা দেহে হায়না রূপে কতবার সহবাস
এ জনসমুদ্র কাঁদছে শ্মাশনপুরে বার বার
বেঁধেছে জমাট বাঁধা বরফে দলছুট সংসারে
সোনার হরিণ গেয়ে যায় গান আপন চিত্রে।

___________
০৩-০৭-১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “এ কেমন সহবাস

  1. শিংরে উঠা শব্দটি সম্ভবত শিউরে উঠাকে বুঝিয়েছেন। বাকিটুকু বুঝে নিয়েছি। ধন্যবাদ।

    শুভ জন্মদিন প্রিয় বাউল কবি। ভালো থাকবেন। আনন্দে থাকবেন। শব্দনীড় এর শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি দাদা

      শিংরে শব্দ আঞ্চলিক  

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন

  2. মন্তব্যের উত্তর নাই। কেন কবিবাবু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।