অনুকাব্য/০১ ( ফিলিং কবিতা)
তোমাকে ভালোবেসে
সবকিছু ছেড়েছিলাম
সারারাত উপোষ ছাড়া
বলো, আর কী পেলাম?
——————————–
অনুকাব্য/০১ ( ফিলিং কবিতা)
তোমাকে ভালোবেসে
সবকিছু ছেড়েছিলাম
সারারাত উপোষ ছাড়া
বলো, আর কী পেলাম?
——————————–
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অণুকাব্যে সম্মান প্রিয় কবি। শুভ সকাল।
আন্তরিক কৃতজ্ঞতা জামান ভাইয়া।
ভালোবাসায় পাওয়ার আশা করতে নেই, ভালোবাসা বেঁচে থাকলে এমনিতেই আসবে
হা হা হা ধন্যবাদ আমিন।
সুন্দর।
ধন্যবাদ অফুরান।
চারটি বাক্যে আত্মার রসদ যোগালেন প্রিয় কবি মি.জসীম উদ্দীন মুহম্মদ
ভালোবাসা সাইদুর ভাই।