বর্ষায় ছুঁইবো

বর্ষায় ছুঁইবো

বলো না ! কার আছে একটা, প্রণয়ের তাজমহল ?
এ যমুনায় ভেসে দিবো !
প্রতিটি রক্তকোষে,গড়ে দিয়ো প্রবাহমান কষ্ট মহল-
উড়ো শান্তির মেঘ হবো !
দেহের ঝিলিকে রাঙিয়ে যাবে প্রতিটি মাটির দেয়াল
কার বাগানে ঝরিয়ে যাবো-
গন্ধ সুবাস -শুকনো কাতর কুমড়ো ফুলের ফুলেল !
দাও না সেই প্রণয়ে, সাজবো-
শুধু একাকি মুক্ত রাঙাবে বকুল কদম ফুলের চমকে
হঠাৎ বজ্রপাত বর্ষায় ছুঁইবো।

________
১৩/০৭/১৬
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “বর্ষায় ছুঁইবো

  1. অনেক আগে থেকেই আপনি ভালো লিখে চলেছেন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি হুসাইন দা সালাম নিবেন আশা করি ভাল আছেন

      অনেক কবিতা পাঠে মন্তব্য করেছেন

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

    1. জ্বি ইলহাম দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———-

  2. দারুণ বর্ষাস্নাত রচনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif
    অনেক অনেক শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।