মানুষ থেকে দূরে

মানুষ থেকে দূরে

মানুষের মাঝে মানুষ
মানুষের মাঝেই পশু;

স্বার্থের থাবা দেখেছ কখনো?
অর্থের লালসা?
স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা
কতরকম অনুভূতির কথাই না বইয়ে লিখা!
কোথায় না খুঁজেছি এগুলো হেথা হোথা,
উঁহু! স্বার্থের কাছে সব ফাঁকা
অর্থের বিনিময়ে সম্পর্কে ধোঁকা
আমিই ছিলেম বোকা
বড্ড বেশী বোকা;

ইদানীং গুটিয়ে গিয়েছি নিজেতে নিজে
মানুষ থেকে অনেক দূরে
উঁহু! যা ভাবছ তা নয়;
আরে, মানুষ তো সৃষ্টির সেরা জীব
আমিই পশু;

তাইতো মানুষের সংস্পর্শে যেতে বড্ড ভয় পাই
কি জানি! মানুষের কাছাকাছি গেলে যদি পশু হইয়া যাই?

6 thoughts on “মানুষ থেকে দূরে

  1. আপনার লিখাগুলোতে আমি আমার নিজেকে খুঁজে পাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মানুষের মাঝে মানুষ. মানুষের মাঝেই পশু; কথাটা ভীষণ সত্য জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আমি মানুষ দেখি

    কুুুুকুরের মতো বসে 

    থাকি মানুষের পায়ের কাছে, তাদের ভেতরের মানুষষটা দেখার জন্য।

     

     

  4. তাইতো মানুষের সংস্পর্শে যেতে বড্ড ভয় পাই
    কি জানি! মানুষের কাছাকাছি গেলে যদি পশু হইয়া যাই?

     

    * ভালো থাকুন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।