জল সাহস

জল সাহস

শুন যমুনা তোর বুকে যৌবনের জোয়ার উঠেছে
এই জোয়ারে যতোই ক্ষতবিক্ষত ভয় দেখাস-
তবুও এতটুকু ভয় করি না – না
তোর জলে ভাসতে জানি! আছে জল সাহস।
শুধু দুঃখ একটাই- জানিস –
তোকে গণতন্ত্রের শাসন ফরমেটে
আনতে পারছি না- না-
এটা আমাদের ব্যর্থতা- তুই তা মনে করিস
হয় তো একদিন নিজেই মানবি;
তখন হয় তো আমরা থাকব না- না
শুধু এতটু অনুরোধ ! সেই আনন্দটা জানিয়ে দেস।

________
১৫-০৭-১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “জল সাহস

  1. লম্বা একটি বিরতির পর আপনার লিখা পড়লাম প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সত্যই তাই কবিবাবু। বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  3. * বিরতির পর, অসাধারণ কবিতা নিয়ে এলেন কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4.  

    কেন যাও জলের কাছে-কেন জলে মনে টানে 
    কবিতায় ভালোলাগা রইলো কবি 

মন্তব্য প্রধান বন্ধ আছে।