কিছু কবিতা প্রেমী মানুষ
যারা কবিতাকে বাইবেল মানে
কবিকে জানে ঈশ্বর
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।
মূলত কবি ও ঈশ্বরের একই কাজ
নরকের মানচিত্র যদি পৃথিবী হয়
মিথ্যা আস্ফালনে কবিতা তবে স্বর্গের মন্ত্র।
কিছু কবিতা পবিত্র বাণীর মত
তসবীহ গুনে গুণে যারা করেছে কবিতার তাকবীর
সম্পূর্ণ বিশ্বাসে নিজেকে করেছে সমর্পণ
শব্দের গুঞ্জনে যে স্বত্তা নত মস্তকে করেছে সেজদায়ে তাহিয়্যাহ
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না।
কিছু কবিতা প্রেমী মানুষ
সুবেহ সাদিকের আবছা আলোয়
নিজেকে জড়িয়েছে মখমল জায়নামাজে
স্মরণ করেছে কবিতার কথা
স্বীকার করেছে আনুগত্য;
দোহাই তোমার, ওদের তুমি কাফের বলো না
তাদের পবিত্র কবিতা তুমি কবুল করো।
১১/১১/২০১৮
মূলত কবি ও ঈশ্বরের একই কাজ
নরকের মানচিত্র যদি পৃথিবী হয়
মিথ্যা আস্ফালনে কবিতা তবে স্বর্গের মন্ত্র।
অসাধারণ আপনার শব্দ কল্পনা আর অনুভবের প্রকাশ। আমি অবাক হই মি. জাহিদ। কীভাবে লিখেন !! আপনার জন্য রাশি রাশি শুভেচ্ছা প্রতিনিয়ত। শুভ সকাল।
শুভ সন্ধ্যা মুরুব্বী।
আশা করি ভালো আছেন। আপনার মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
আপনি নিজে কিন্তু অনেকদিন লেখা দিচ্ছেন না
অসাধারণ ভাবনার প্রকাশ! মুগ্ধ না হয়ে পারা যায়না। সবচে বড় কথা, শব্দচয়ন এবং লেখার পরিপক্কতা সব পাঠককে মুগ্ধ করবে।
ভীষণ উন্নত লেখা!
মিড ডে ডেজারট ,
অনেক অনেক ভালো থাকবেন সর্বদা।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
শুভ সন্ধ্যা
ভীষণ পছন্দ করলাম কবিতাটি।
থ্যাংকস দিদিভাই-
ভালো থাকুন সতত।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ
অসাধারণ, অসাধারণ কবিতা জাহিদ ভাই।
ধন্যবাদ সৌমিত্র দা
ভালো থাকুন সতত।
কৃতজ্ঞতা
* এই কবিতার জন্য পাঁচ তারকা না দেয়া অন্যায় হবে…
আপনার মন খোলা ও উদার মন্তব্যে খুশি হলাম প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন
ভালো থাকুন সর্বদা। শুভ সন্ধ্যা