নিষিদ্ধ ধোঁয়া ফিরে এসো

// নিষিদ্ধ ধোঁয়া ফিরে এসো //
———আলমগীর সরকার লিটন //

======================
সব ফুলের আত্মারা ঝরে যায়
মাটির নিবিড় পরশে-
গন্ধ সুবাসটুকু সময় অসময়ে
ব্যাকুল করে তুলে-
সত্যিই একদিন দেখো সব
তারাও খঁসে যাচ্ছে-
খোঁজে খোঁজে ক্লান্তি নিরুদেশ
শুধু এ ধূসর মৃত্তিকা;
চিরসবুজ পাতারাও নৈঃমিত্তিক হয়ে
দাঁড়িয়েছে মাত্র!
দেখো নদীর গর্ভে জল আর
তরঙ্গ কথাও বালুচর-
কত প্রেমময় সুর এটাই বাস্তবতা
তবুও গরে গরে মধ্যদুপুর;
এভাবে নিষিদ্ধ ধূলি ধোঁয়ার
বাতাসে না ঘেশাটাই ভাল উত্তম
কারণ একদিন নিরুদেশের তারা হবে
ঘাসফুলের ফড়িং
সময়ের গন্ডিতে ফিরে এসো -ফিরে এসো-
তাতেই ফুলের ফুলেল পাবে।
১৭-০৭-১৮
————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “নিষিদ্ধ ধোঁয়া ফিরে এসো

    1. জ্বি  রিয়া দিদি
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন—–

  1. * বেশ সুন্দর হয়েছে কবি দা।

    শুভরাত্রি।

    1. জ্বি হুসাইন দা

      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।