স্বীয় ভুবন

পাখি ফিরেছে যবে নীড়ে, আমি হয়েছি পথের বিবাগী
মার্তন্ডপ্রায় উত্তাপ সয়ে যাচ্ছি নীরবে, দহন যন্ত্রণাভোগী
নির্মম নিয়তি করে নিয়েছি সাথী; অতিক্রান্তে নয় মনযোগী
মাগিনি যে বর নয় তব, দিন দিন হয়ে যাচ্ছি যেন ভাববাদী।

মম জগতে রবি তুমি উদিত হও নিয়ত পাতালে
পদযুগল ঝুলে আছে নিম্ন মস্তকে ভূমির অনেক উপরে
ক্যানভাসের বর্ণিল ছটা হয়ে পড়ছে অনেক ফ্যাকাসে
নিরন্তর প্রচেষ্টায় ফোটেনা রং ভাবনার মতো করে।

ক্ষয়ে যাচ্ছে দিন মম; ঘনিয়েছে আসছে তমঃ অহর্নিশ
হেরে যাচ্ছি কি আমি; তম্রিসাময় কালো রাত কি হবেনা শেষ!
অনন্ত যাত্রায় হবো না হবো না, আমি নিঃশেষ
স্বীয় ভুবনে, আমাতে আমি হবো অশেষ।

8 thoughts on “স্বীয় ভুবন

  1. "মম জগতে রবি তুমি উদিত হও নিয়ত পাতালে
    পদযুগল ঝুলে আছে নিম্ন মস্তকে ভূমির অনেক উপরে।"

    কবি যেখানে থাকুন ভালো থাকুন অন্তর থেকে এই কামনা করি। শুভ সকাল স্যার।

    1. *  সুপ্রিয় মুরুব্বী, ধন্যবাদ অশেষ…

  2. দারূণ উপস্থাপনায় সত্য মুগ্ধতা কবি দা। আদাব।

    1. * সুপ্রিয় কবি দি, কৃতজ্ঞতা অশেষ…

    1. * অনেক ধন্যবাদ প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।