পাথর

পাথর

এক একজনের অনুভূতির প্রকাশ এক এক রকম
কেও হাসতে হাসতে কাঁদে
কেও কাঁদতে কাঁদতে হাসে
কারো কারো হাসিমুখ দেখলে বোঝার উপায় নেই মনকষ্ট
কারো শুধুই কান্নার অভিনয়ে স্বার্থ তীরের খেলা
কখনো সফলতায় বিদ্ধ কখনো লক্ষ্যভ্রষ্ট

কেও ভালোবাসায় কাঁদে কেও হাসে
কেও প্রেমজালে ফাঁসে
কেও ধীর-স্থির কেও অস্থির
কেও বাচাল কেও বধির
কেও চপলতায় ঝর্ণা কেও স্থিরতায় পাহাড়
স্বার্থের সম্পর্কে পৃথিবীতে কে কার?

তুই অস্থির তুই অস্থির
ক্ষুধায় ও পিপাসায়
কাজে আর অলসতায়
সফলতা ও ব্যর্থতায়
হাসিতে ও কান্নায়
ভালোবাসা আর না বাসায়
প্রেমে কিংবা কামে
অনুভূতির প্রকাশ তোর জানে জনে জনে
আমি পাথর চোখে চেয়ে দেখি
পাহাড় মনে মনে।

6 thoughts on “পাথর

  1. কেও বাচাল কেও বধির
    কেও চপলতায় ঝর্ণা কেও স্থিরতায় পাহাড়
    স্বার্থের সম্পর্কে পৃথিবীতে কে কার? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ রিয়া 

       

      কি জানি কি বলেছি;

      মনে মনে কত আবোলতাবোল যে বকি! 

      কি হয় কে জানে?

      কেও কবিতা বলে কেও বলে বকবকানি 

      আমি কি খুব বেশি বকি? :( 

       

       

       

  2. কারো শুধুই কান্নার অভিনয়ে স্বার্থ তীরের খেলা
    কখনো সফলতায় বিদ্ধ কখনো লক্ষ্যভ্রষ্ট

    * চমৎকার অনুভূতি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।