দূর্বাচাষী রূপ

// দূর্বাচাষী রূপ //
———আলমগীর সরকার লিটন //

===========================
অবিশ্বাসী হাওয়ার উম্মাদ ভরা সবুজের মাঠ
হাঁটুডুবা ছন্দে মন্দে কত কবিতার মিছিল-
মোড়ক উম্মোচন হবে একটা মনুষ্য কাব্যগ্রস্থ!
বিবর্ণমালার মাঝে মাঝে নাকি কাব্যিক
নামের মনুষত্ব নেই -সমাজে দূর্বাচাষী রূপ;

রঙধনু মেঘের দল এলোমেল মিছিলে মিছিল
কৃষ্ণচূড়ায় রাঙিয়ে যাচ্ছে, সোনালী দুপুর-
থেকে থেকে ভ্রম মুড়া আঁকা বাঁকা মোড়
বালুচরের নদীতে জল দীর্ঘশ্বাসে ঢেউ-
চারপাশ খোদায় করা হবে কবিতার চয়ণ পন্থী,

তাতেই সৃষ্টি সুখের উল্লাস উড়বে দূর্বাচাষী রূপে
সমস্ত কবিতার কৃতিমেলায় লাবণ্যময়ী।
১৯-০৭-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “দূর্বাচাষী রূপ

  1. লাবণ্যে মোড়া থাক আমাদের জীবনের সকল অধ্যায়। অভিনন্দন বাউল কবি।
    শুভ সকাল।

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

  2. তাতেই সৃষ্টি সুখের উল্লাস উড়বে দূর্বাচাষী রূপে
    সমস্ত কবিতার কৃতিমেলায় লাবণ্যময়ী।

    * অসাধারণ প্রিয় কবি।

    1. জ্বি হুসাইন দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

  3. "তাতেই সৃষ্টি সুখের উল্লাস উড়বে দূর্বাচাষী রূপে
    সমস্ত কবিতার কৃতিমেলায় লাবণ্যময়ী।"

    বাহ! "সৃষ্টি সুখের উল্লাস"   এক অনন্য অনুভুতিময় তিনটি শব্দ!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি ইলহাম দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।