লিটন ষ্টাইল

লিটন ষ্টাইল

বল দেখি ! কারনা ভাল লাগে, অনুকরণ অনুসরণ-
যদি থাকে গায়ে পিটে ষ্টাইলের মতো ষ্টাইল;
কে কার কথা শুনে মধ্যরাতে ধরেছে তাই না
আলফী ও আকুক দুষ্টুমির বায়না- বাবারো ষ্টাইল;
বলছে তারা! কে কি ভাবলো কিছু যায় আসে না?

নামটি দিলো ‘লিটন ষ্টাইল’ আনন্দেই আত্মহারা –
রাতের রক্তচুসা হাসে হাসুক মশা কিংবা তেলাপুকা
এভাবেই আনবে ছিন্নে বিজয়ের পূর্ণিমা ঝরা ষ্টাইল;
তবুও লোকলজ্জার কি আছে দীপাঙ্করের ফাঁকি-
তাতেই হবে ক্ষয়- এ যে বাবার ‘লিটন ষ্টাইল’ কয়।

২৮-০৭-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “লিটন ষ্টাইল

  1. এভাবেই আনুন বিজয়ের পূর্ণিমা আর ঝরা স্ট্রাইলের বন্যা। চমৎকার হয়েছে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা
      মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

    1. রিয়া দিদি

      মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।