উলঙ্গ কালকেশী
উলঙ্গ কালকেশির মেঘ ভাসচ্ছে নিশিকান্তি গাঁয়ে
কাছে বা দূরে হাজার ফুলেল সাজ সজ্জিত চোখে!
কৃষ্ণচূড়ার একরাশ রঙ যাচ্ছে ছড়িয়ে- রাস্তার মোড়ে
একচাপলা মাটির ঘ্রাণ বিমুগ্ধতায় ব্যাকুল করে তোলে;
ঐ জড়ানো লাউয়ের ডগায় কিংবা ঘাসফড়িংর ডানায়-
আসতে ছুঁটে -পূর্ণিমার ছুঁয়া নিতে, অতল স্রোতের জলে,
উলঙ্গ কালকেশী ঘুমপাড়ানির বাসনায় জুড়ে বসে খাঁটে
অনুদুঃখ থামে না মেঘে উলঙ্গকেশীর উম জড়ানো মাঠে।
_______
২৯-০৭-১৮
খুব সুন্দর আর যথার্থ উচ্চারণ
ক্লাসিক টাইপের কবিতা আমার সব সময়ের পছন্দ। অভিনন্দন প্রিয় বাউল কবি।
বাহ চমৎকার লেখা
অসাধারণ এক শিরোনামীয় কবিতা প্রিয় কবিবাবু। অভিনন্দন।
দারুণ কবি লিটন ভাই।