উলঙ্গ কালকেশী

উলঙ্গ কালকেশী

উলঙ্গ কালকেশির মেঘ ভাসচ্ছে নিশিকান্তি গাঁয়ে
কাছে বা দূরে হাজার ফুলেল সাজ সজ্জিত চোখে!
কৃষ্ণচূড়ার একরাশ রঙ যাচ্ছে ছড়িয়ে- রাস্তার মোড়ে
একচাপলা মাটির ঘ্রাণ বিমুগ্ধতায় ব্যাকুল করে তোলে;

ঐ জড়ানো লাউয়ের ডগায় কিংবা ঘাসফড়িংর ডানায়-
আসতে ছুঁটে -পূর্ণিমার ছুঁয়া নিতে, অতল স্রোতের জলে,
উলঙ্গ কালকেশী ঘুমপাড়ানির বাসনায় জুড়ে বসে খাঁটে
অনুদুঃখ থামে না মেঘে উলঙ্গকেশীর উম জড়ানো মাঠে।

_______
২৯-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “উলঙ্গ কালকেশী

  1. ক্লাসিক টাইপের কবিতা আমার সব সময়ের পছন্দ। অভিনন্দন প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।