স্বস্তির নিঃশ্বাস
কে যেন ফুল ছুঁড়ে বলে গেলেন অখ্যাত ছাতা
কখনো মা, কখনো দয়িতা, তীর ছোঁড়া কবিতা।
কি ভাবে যেন বেডরুমে ঢুকে পড়েন
বিভিন্ন চরিত্র দেখে নেন
কেউ জঠরে, কেউ কোটরে।
ভাবতে অবাক লাগে এই মহাপুরুষকে
একদিন ভালোবাসা আর শ্রদ্ধায়
আপন করে নিয়েছিলাম
শুধু তিনি আপন হতে পারেন নি।
এখন খালি চত্বর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
কবিতাই কবিতার সার্থকতা প্রিয় কবি বন্ধু। শুভ দিন।
ভাবতে অবাক লাগে এই মহাপুরুষকে
একদিন ভালোবাসা আর শ্রদ্ধায়——–
অনবদ্য প্রকাশ
সুন্দর কবিতা দিদি ভাই। আদাব।
দারুণ কবিতা।
সুন্দর কবিতা।