ক্ষমতাই ধর্ম

ক্ষমতাই ধর্ম

বিষণ্ন সঙ্কীর্ণ জোয়ার তুলা মনে-
একি দেখছি, মানবতার কোন ধর্ম নাই।
ক্ষমতাই হলো সবচাইতে বড় ধর্ম- বুঝতে পাই;
আকাশ বাতাস জল স্থল বহে তার স্বাক্ষী-
তাই তারা নাফ নদীতে ডুবলো রক্তভাসী;
আইএস নামের সন্ত্রাসী কাণ্ড-
এ এক ক্ষমতাধারী যে ধর্ম।

আর্ন্তজাতিক সংস্থার স্বার্থ নাই বলে-
ওরা খেলে -ওরা ভাসায় রক্তজল –
রক্তহোলি খেলের আনন্দ
কি বর্বরতা আগুন জ্বলে
হু বিশ্ব মানবতা নির্জনে করে
ঘুঘু ডাকা আর্তনাদ-

ধর্ম বর্ণ জাতির ভেদাভেদের মধ্যে
কি খেলে যাবে- কোন ধর্মের
ছলনার গুণাবলে কি পায় স্বাদ;
না -না সকল ধর্মের উৎস দেখি
এখন ক্ষমতা ক্ষমতাই জেনো
মহাধর্মে সাধ্বী প্রসাদ।

ঈশ্বরের ক্ষমতা শূন্য হয়েছে
এই ধরণীর বুকে তাই বুঝি দেখো না
ক্ষমতা নাই -আমরা যারা সঙ্কীর্ণ
দোয়া করি ঈশ্বর তোমার
ক্ষমতা ধর্মের জয় হোক।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “ক্ষমতাই ধর্ম

  1. ক্ষমতা ধর্মের জয় হোক। কবিতার রূপকে আশাবাদ থাকলেও ক্ষমতার জয় কখনো স্থায়ী হয়না। আপনিও ভালো জানেন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল। :)

    1. জ্বি মুরুব্বী দা
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  2. অবস্থাদৃষ্টে ক্ষমতাই ধর্ম বিশ্বাস হয়। এপার বাংলা আর ওপার বাংলায় যেন তফাৎ নেই কবিবাবু। :(

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  3. হু বিশ্ব মানবতা নির্জনে করে
    ঘুঘু ডাকা আর্তনাদ-

     

    * চমৎকার শব্দশৈলী অনবদ্য রচনা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।