ঈর্ষাকাতর

ঈর্ষাকাতর

দেওয়ালের চারপাশ
ঈর্ষার দাবানল জ্বলতে দেখছি-
পুড়ে যাচ্ছে উর্বর মাটির বুক;
উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !
সেটাও মুছেনি একবিন্দু ঈর্ষার সুখকর চাও।

নিরবতা সবুজের পাতাগুলো
আজও দিব্যি জেগে আছে অমাবস্যার রাত-
অপেক্ষা ফুরাবে এই বুঝি-
টিয়ার লাল করা ঠোঁটের সংকেত পেলেই
বিবর্তন হবে মৃত্তিকার প্রেম সারথি ! তবুও দেখো-
ঈর্ষাকাতর মাঠে ফুটবে তুলসীপাতার ঊষর।

০৪-০৯-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “ঈর্ষাকাতর

  1. নেট সমস্যা থাকায় ব্লগে আসতে সমস্যা হচ্ছিলো। কবিতা পড়লাম প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
    অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !

     

    * কবি দা, অভিভূত…

মন্তব্য প্রধান বন্ধ আছে।