ঈর্ষাকাতর
দেওয়ালের চারপাশ
ঈর্ষার দাবানল জ্বলতে দেখছি-
পুড়ে যাচ্ছে উর্বর মাটির বুক;
উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !
সেটাও মুছেনি একবিন্দু ঈর্ষার সুখকর চাও।
নিরবতা সবুজের পাতাগুলো
আজও দিব্যি জেগে আছে অমাবস্যার রাত-
অপেক্ষা ফুরাবে এই বুঝি-
টিয়ার লাল করা ঠোঁটের সংকেত পেলেই
বিবর্তন হবে মৃত্তিকার প্রেম সারথি ! তবুও দেখো-
ঈর্ষাকাতর মাঠে ফুটবে তুলসীপাতার ঊষর।
০৪-০৯-১৮
————-
ভাল লিখেছেন কবিবর
জ্বি শংকর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————
নেট সমস্যা থাকায় ব্লগে আসতে সমস্যা হচ্ছিলো। কবিতা পড়লাম প্রিয় বাউল কবি।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
গোলাপ শুভেচ্ছা কবিবাবু। কেমন আছেন আপনি ?
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
বেশ ভালো লাগলো প্রিয় কবি আলমগীর ভাই
জ্বি ইলহাম দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
দেওয়ালের চারপাশ ঈর্ষার দাবানল। বাহ্।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !
* কবি দা, অভিভূত…
জ্বি হুসাইন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————–