চলিত ভাষায় বলবে কথা,
লিখবে সাধু ভাষায়-
পাঠ দিতেছেন ব্যাকরণের
হরি মাষ্টারমশায়।
চন্দ্র সাধু চাঁদ কিবা চান-
শব্দ দুটো চলিত,
বলতো এবার কী বলেছি?
কী বুঝেছিস ললিত?
ললিত করে কাঁচুমাচু ,
সব বুঝেছি তবে-
চরণ ও পদ শব্দ দুটোর
চলিতটা কী হবে?
মাষ্টারে কন ভেংচি কেটে –
সব বুঝেছ? ব্যাঙ,
চরণ, পদের চলিত তো পা,
আরো চলিত ঠ্যাং।
ব্যাকরণ না জেনে স্যার
ভুল করেছি আমি,
জেনে বুঝেও ভুল করেছেন,
আপনী খোদ আসামী।
লেখার সময় গ্রামার মেনে
লিখব ললিতচরণ,
বলার সময় ললিত ঠ্যাং,
নয়কো নড়ন চড়ন।
ব্যাকরণের নিয়ম জানেন,
কিন্তু মানেন তা কি?
হরিপদ হয় হরিঠ্যাং,
সেটাও জানেন না কি?
"ব্যাকরণের নিয়ম জানেন,
কিন্তু মানেন তা কি?
হরিপদ হয় হরিঠ্যাং,
সেটাও জানেন না কি"?—— হা হা হা !
কী অসাধারণ ছড়া লিখেন আপনি। একেবারে "পাকাহস্ত"; সরি পাকা হাত ! স্টার রেটিং ৫এর সাথে আরও ৫ আমার পক্ষ থেকে দিলাম!
আপনার ছন্দ জ্ঞানে আমি মুগ্ধ!
ধন্যবাদ। শুভকামনা সতত।




এটাকি শুভঙ্করের ফাকির ক্লাশ নিচ্ছেন স্যার!!
ছড়ার আড়ালে ব্যাকরন শিক্ষা!!
ধন্যবাদ। শুভকামনা।




লেখার সময় গ্রামার মেনে
লিখব ললিতচরণ,
বলার সময় ললিত ঠ্যাং,
নয়কো নড়ন চড়ন।————
শুভেচ্ছা। ধন্যবাদ।




অনেক সুন্দর হয়েছে এই ছড়া পদ্যটিও। অভিনন্দন মি. শংকর দেবনাথ। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ। শুভকামনা সতত।



বেশ বেশ কবি দা।
ধন্যবাদ। শুভেচ্ছা অশেষ।




বাহ! অপুর্ব প্রিয় কবি দা
ধন্যবাদ। শুভকামনা।




অপূর্ব শংকর দা।
ধন্যবাদ দাদা।






* একসময় পন্ডিত মহাশয়রা সংস্কৃত ভাষা ছাড়া লেখার কথা চিন্তাও করতে পারতেন না, এটি পাপের কিংবা লজ্জার বিষয় ছিল…
ধন্যবাদ। শুভকামনা
দারুন