হরি-ললিতের সাধু-চলিত

চলিত ভাষায় বলবে কথা,
লিখবে সাধু ভাষায়-
পাঠ দিতেছেন ব্যাকরণের
হরি মাষ্টারমশায়।

চন্দ্র সাধু চাঁদ কিবা চান-
শব্দ দুটো চলিত,
বলতো এবার কী বলেছি?
কী বুঝেছিস ললিত?

ললিত করে কাঁচুমাচু ,
সব বুঝেছি তবে-
চরণ ও পদ শব্দ দুটোর
চলিতটা কী হবে?

মাষ্টারে কন ভেংচি কেটে –
সব বুঝেছ? ব্যাঙ,
চরণ, পদের চলিত তো পা,
আরো চলিত ঠ্যাং।

ব্যাকরণ না জেনে স্যার
ভুল করেছি আমি,
জেনে বুঝেও ভুল করেছেন,
আপনী খোদ আসামী।

লেখার সময় গ্রামার মেনে
লিখব ললিতচরণ,
বলার সময় ললিত ঠ্যাং,
নয়কো নড়ন চড়ন।

ব্যাকরণের নিয়ম জানেন,
কিন্তু মানেন তা কি?
হরিপদ হয় হরিঠ্যাং,
সেটাও জানেন না কি?

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

17 thoughts on “হরি-ললিতের সাধু-চলিত

  1. "ব্যাকরণের নিয়ম জানেন,
    কিন্তু মানেন তা কি?
    হরিপদ হয় হরিঠ্যাং,
    সেটাও জানেন না কি"?—— হা হা হা !

    কী অসাধারণ ছড়া লিখেন আপনি। একেবারে "পাকাহস্ত"; সরি পাকা হাত ! স্টার রেটিং ৫এর সাথে আরও ৫ আমার পক্ষ থেকে দিলাম!

    আপনার ছন্দ জ্ঞানে আমি মুগ্ধ! 

  2. এটাকি শুভঙ্করের ফাকির ক্লাশ নিচ্ছেন স্যার!!
    ছড়ার আড়ালে ব্যাকরন শিক্ষা!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  3. লেখার সময় গ্রামার মেনে
    লিখব ললিতচরণ,
    বলার সময় ললিত ঠ্যাং,
    নয়কো নড়ন চড়ন।————

  4. অনেক সুন্দর হয়েছে এই ছড়া পদ্যটিও। অভিনন্দন মি. শংকর দেবনাথ। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. * একসময় পন্ডিত মহাশয়রা সংস্কৃত ভাষা ছাড়া লেখার কথা চিন্তাও করতে পারতেন না, এটি পাপের কিংবা লজ্জার বিষয় ছিল…

মন্তব্য প্রধান বন্ধ আছে।