সংকট

বিরহ বিরাগ জড়িত
শ্যাম সুন্দর মোহিত,
সুরভিত সখী সেই অন্তর
পরশে সরস হয় মরু প্রান্তর।

জানিনা আমার একি হলো জ্বালা
পথ চেয়ে বসে থাকি হাতে নিয়ে মালা।
জানি আমি বলে কি লোকে
তবু না দেখিলে মরি শোকে,
লুকাই আমি কোথায় দে না তুই বলে
ছল করে সে যে মুখ ঢাকে আঁচলে।

লতিকা যে রাঙ্গা হয় লাজে
এ প্রণয় কি আমার সাজে,
ইঙ্গিতে বোঝাব তাকে কি বলে
কেন সে আমায় এ বাঁধনে জড়ালে।

14 thoughts on “সংকট

  1. গ্রেট বন্ধু। ব্যবহৃত প্রচ্ছদ আর লিখন দুজনে দুজনার। আমার কাছে ভালো লেগেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. "লতিকা যে রাঙ্গা হয় লাজে
    এ প্রণয় কি আমার সাজে,
    ইঙ্গিতে বোঝাব তাকে কি বলে
    কেন সে আমায় এ বাঁধনে জড়ালে"।

    লতিকার রাঙা মুখটা চোখে ভাসলো। খুব মুগ্ধ হয়ে পড়লাম!

  3. জানি আমি বলে কি লোকে
    তবু না দেখিলে মরি শোকে,

     

    * অপূর্ব প্রেম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।