বিরহ বিরাগ জড়িত
শ্যাম সুন্দর মোহিত,
সুরভিত সখী সেই অন্তর
পরশে সরস হয় মরু প্রান্তর।
শ্যাম সুন্দর মোহিত,
সুরভিত সখী সেই অন্তর
পরশে সরস হয় মরু প্রান্তর।
জানিনা আমার একি হলো জ্বালা
পথ চেয়ে বসে থাকি হাতে নিয়ে মালা।
জানি আমি বলে কি লোকে
তবু না দেখিলে মরি শোকে,
লুকাই আমি কোথায় দে না তুই বলে
ছল করে সে যে মুখ ঢাকে আঁচলে।
লতিকা যে রাঙ্গা হয় লাজে
এ প্রণয় কি আমার সাজে,
ইঙ্গিতে বোঝাব তাকে কি বলে
কেন সে আমায় এ বাঁধনে জড়ালে।
গ্রেট বন্ধু। ব্যবহৃত প্রচ্ছদ আর লিখন দুজনে দুজনার। আমার কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ স্যার। আপনার যে ভাল লাগবে বুঝতেই পারিনি তাই আবারও ধন্যবাদ।

"লতিকা যে রাঙ্গা হয় লাজে
এ প্রণয় কি আমার সাজে,
ইঙ্গিতে বোঝাব তাকে কি বলে
কেন সে আমায় এ বাঁধনে জড়ালে"।
লতিকার রাঙা মুখটা চোখে ভাসলো। খুব মুগ্ধ হয়ে পড়লাম!
তাহলে চলেন রাঙ্গা মুখের সন্ধানে বেরিয়া পরি! সাথে মুরুব্বী স্যারকে নিয়ে গেলে কেমন হয়?



দারুন! হৃদয়ে ঝঙ্কার তুলে গেল!
ধন্যবাদ।
খুউবি ভাল লেগেছে খালিদ উমর দা।
সবার ভাল লাগাতেই আমার আনন্দ
আমার সৃস্টি সুখের উল্লাস।
জানি আমি বলে কি লোকে
তবু না দেখিলে মরি শোকে,
* অপূর্ব প্রেম…


ভাইজান, প্রেমের নাম বেদনা!
খুব সুন্দর
ধন্যবাদ।
আমার ভালো লেগেছে কবি ভাই। শুভ সকাল।
আপনাদের ভাল লাগাতেই যে আমার আনন্দ বন্ধু।