গা ছুঁয়েছে অমাবস্যা
চাঁদের গা ছুঁয়েছে- অমাবস্যা রাত
বামন ঘরে অমাবস্যায় উঠেনি চাঁদ-
তাই তো ছুঁয়ে যেতে চাই- তারায় তারায়
যেখানে জোনাকির মিটিমিটি জ্বলছিল-
প্রণয়ের পলকে পলক-আরেক বার
সেখানেই হারিতে চাই- হারিতে চাই।
কত ফুলের নিত্য নতুন আসতো সুবাস
শিহরণে গা জুরাত-শীতল করে বাতাস-
লুটে যেতো ক্ষণিকের চাঁদমুখি ঝলক
দৃশ্যের এতো সমীকরণে এখনো আছি-
নেই শুধু নেই- চাঁদ আর সেই জোনাকি
পূর্ণিমাতে, দূরের ভাবনাগুলো যে পাই।
এই পাওয়া অনেক পাওয়া প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সকাল।
জ্বি মুরুব্বী দা
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
খুবই সুন্দর হয়েছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
ভালো হয়েছে
জ্বি খেয়ালী মন দা
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
দারুণ কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–
প্রণয়ের পলকে পলক-আরেক বার
সেখানেই হারিতে চাই- হারিতে চাই।
* অনেক সুন্দর একখানি কবিতা পড়লাম…
জ্বি হুসাইন দা
অসংখ্যা ধন্যবাদ জানাই
ভাল থাকুন——–