জীবন্ত কবর
একটা ভুলের অকারণে
কবর হয়েছে এক মুঠো রৌদ্র মাটি !
অপেক্ষার প্রহর
গুনেছে অনলে পুড়ে পুড়ে খাঁটি
তবুও ভুল কথায়-
শ্বেত পাথরের দীর্ঘশ্বাস এতটুকু জানি;
একটু মায়া ভরা
মেঘ আর আফসোস করবে না-
সেখানেই সীমাবন্ধ সারি
সারি বাঁধ, যমুনা মিশবে না বাঙ্গালী
এখন জীবন্তলাশ!
ঐ রূপালী মৃত্তিকা ভুলেও ছুঁইবে না
এই জীবন্ত কবর।
ঐ রূপালী মৃত্তিকা ভুলেও ছুঁইবে না
এই জীবন্ত কবর। ____ চমৎকার প্রিয় বাউল কবি মি. সরকার।
ঐ রূপালী মৃত্তিকা ভুলেও ছুঁইবে না
এই জীবন্ত কবর।
===

বাহ দারুন কবি

অসাধারণ হয়েছে কবিবাবু।
* অনেক সুন্দর একটি কবিতা পড়লাম…
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। লেখককে ধন্যবাদ।
বাহ ! চমৎকার লাগলো —
শুভেচ্ছান্তে