রাত্রির আমি আমার রাত্রি

রাত্রির আমি আমার রাত্রি

রাত্রির একটা মনকেমন করা গন্ধ আছে,
সারাদিনের বিরক্তিকর আওয়াজেরা ঘুমোতে গেলে
শামুকখোল সাপেরা বেরোয় একমুখী
সরু গর্ত থেকে সটান গতিতে।
শুধু এক আশ্চর্য ঠিকানাবিহীন শব্দ ভাসে
অমাবস্যার কালোর মধ্যেও উত্তর মেরুর রহস্য আলো
তিরতিরে রশ্মিজাল বিছিয়ে যেমন গল্পদাদুর
অব্যর্থ আসর সাজায়!

ভয়ানক নির্বেদ অনুভূতি নিউট্রাল মন
গুছিয়ে রাখে স্তরে স্তরে,
রাগ নয়, দুঃখ নয়, অভিমান অভিযোগ ভিআরএস দিয়ে
ব্যাকুল রাত্রির গজল ছুঁয়ে ছুঁয়ে যায় ঘুমহীন চোখের
অর্দ্ধভূক্ত পাতায় নিবিড় স্নেহে।
কে কোথায় চলে গেল, কটু কিছু বলে গেল
হরকা বানে ভেসে নদীর চড়ায় আঠারো মাসের
কাঁচাপাকা একচালা মাটির গেরস্থালি,
সব ভুলে একমনে নবান্নের প্রথম ধানের সুগন্ধি ভাতের
চেয়েও রাতের সে আশ্চর্য সুগন্ধের নেশা করি।

রূপকথার এই পর্বেই নিজের দেহ চিরে নিজেই
পোস্টমর্টেম করি, গুছিয়ে সেলাই, বিবিধ সবই
রাত্রির ঝুম নাচের ঝুমকো আদুরে সোহাগে
উতরোল হয়ে মাতাল হই,
উৎসবের আলো শুধু রাত আর আমারই সম্পত্তি,
রাতের দেহের গভীরে প্রোথিত হই লজ্জাপতি আমি।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “রাত্রির আমি আমার রাত্রি

  1. অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। আজকের কবিতার জন্য বিশেষ প্রশংসা করা যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. রূপকথার এই পর্বেই নিজের দেহ চিরে নিজেই
    পোস্টমর্টেম করি, গুছিয়ে সেলাই, বিবিধ সবই

    ===https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif বাহ দারুন কবি,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. দুর্গা গেলো

    লক্ষ্মী গেলো

    আসছে মা কালী

    তাই আগে থেকে জানিয়ে দিলাম

    শুভ দীপাবলি ।

    শুভেচ্ছা আর শুভকামনা দুটোই রইল প্রিয় কবি শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

  4. উৎসবের আলো শুধু রাত আর আমারই সম্পত্তি,
    রাতের দেহের গভীরে প্রোথিত হই লজ্জাপতি আমি।

     

    * অসাধারণ, সুপ্রিয় কবি দাদা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. যখন সবকিছু ঘুমিয়ে পড়ে; অনেকেই আছে রাতের নৈঃশব্দে নিজেকে খুঁজে পায়। তখন কেউ কেউ হয়তো নিজেকে দুটি রুপে দেখে- "ভিতরের আমি" এবং "বাইরের আমি"।  এই "দুই আমি" তখন মুখোমুখি হয় !

    "রাত্রির আমি আমার রাত্রি" যেন আমারই কথা নিয়ে দারুণ একটা  কবিতা!

      

  6.  

    রাত্রিত্ব ভালো কবি। 
    রাত সত্যিই এক আমার কাছে রহস্যময়ী। সে যেন কেমন- লুকিয়ে বাঁচে দিনের থেকে; অথচ আমরা লুকাতে চাই তার বুকে। 

    কবিতায় ভালোলাগা কবি। শুভেচ্ছান্তে 

মন্তব্য প্রধান বন্ধ আছে।