রাত্রির আমি আমার রাত্রি
রাত্রির একটা মনকেমন করা গন্ধ আছে,
সারাদিনের বিরক্তিকর আওয়াজেরা ঘুমোতে গেলে
শামুকখোল সাপেরা বেরোয় একমুখী
সরু গর্ত থেকে সটান গতিতে।
শুধু এক আশ্চর্য ঠিকানাবিহীন শব্দ ভাসে
অমাবস্যার কালোর মধ্যেও উত্তর মেরুর রহস্য আলো
তিরতিরে রশ্মিজাল বিছিয়ে যেমন গল্পদাদুর
অব্যর্থ আসর সাজায়!
ভয়ানক নির্বেদ অনুভূতি নিউট্রাল মন
গুছিয়ে রাখে স্তরে স্তরে,
রাগ নয়, দুঃখ নয়, অভিমান অভিযোগ ভিআরএস দিয়ে
ব্যাকুল রাত্রির গজল ছুঁয়ে ছুঁয়ে যায় ঘুমহীন চোখের
অর্দ্ধভূক্ত পাতায় নিবিড় স্নেহে।
কে কোথায় চলে গেল, কটু কিছু বলে গেল
হরকা বানে ভেসে নদীর চড়ায় আঠারো মাসের
কাঁচাপাকা একচালা মাটির গেরস্থালি,
সব ভুলে একমনে নবান্নের প্রথম ধানের সুগন্ধি ভাতের
চেয়েও রাতের সে আশ্চর্য সুগন্ধের নেশা করি।
রূপকথার এই পর্বেই নিজের দেহ চিরে নিজেই
পোস্টমর্টেম করি, গুছিয়ে সেলাই, বিবিধ সবই
রাত্রির ঝুম নাচের ঝুমকো আদুরে সোহাগে
উতরোল হয়ে মাতাল হই,
উৎসবের আলো শুধু রাত আর আমারই সম্পত্তি,
রাতের দেহের গভীরে প্রোথিত হই লজ্জাপতি আমি।
অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। আজকের কবিতার জন্য বিশেষ প্রশংসা করা যায়।
অশেষ ধন্যবাদ প্রিয় বড় ভাই।
রূপকথার এই পর্বেই নিজের দেহ চিরে নিজেই
পোস্টমর্টেম করি, গুছিয়ে সেলাই, বিবিধ সবই
===

বাহ দারুন কবি,,,,,,,,

ধন্যবাদ চারু মান্নান ভাই।
দুর্গা গেলো
লক্ষ্মী গেলো
আসছে মা কালী
তাই আগে থেকে জানিয়ে দিলাম
শুভ দীপাবলি ।
শুভেচ্ছা আর শুভকামনা দুটোই রইল প্রিয় কবি শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।
শুভ দীপাবলি নিতাই দা।
উৎসবের আলো শুধু রাত আর আমারই সম্পত্তি,
রাতের দেহের গভীরে প্রোথিত হই লজ্জাপতি আমি।
* অসাধারণ, সুপ্রিয় কবি দাদা…
ধন্যবাদ কবি হুসাইন ভাই।
যখন সবকিছু ঘুমিয়ে পড়ে; অনেকেই আছে রাতের নৈঃশব্দে নিজেকে খুঁজে পায়। তখন কেউ কেউ হয়তো নিজেকে দুটি রুপে দেখে- "ভিতরের আমি" এবং "বাইরের আমি"। এই "দুই আমি" তখন মুখোমুখি হয় !
"রাত্রির আমি আমার রাত্রি" যেন আমারই কথা নিয়ে দারুণ একটা কবিতা!
জেনে ভালো লাগলো ডেজারট ভাই। ধন্যবাদ।
রাত্রিত্ব ভালো কবি।
রাত সত্যিই এক আমার কাছে রহস্যময়ী। সে যেন কেমন- লুকিয়ে বাঁচে দিনের থেকে; অথচ আমরা লুকাতে চাই তার বুকে।
কবিতায় ভালোলাগা কবি। শুভেচ্ছান্তে
আপনাকেও শুভেচ্ছা কবি জাহিদ ভাই।