কিছু বর্ণের কায়

কিছু বর্ণের কায়

সুখের ভেলা দেখতে তোমরা পাবে না-
জলের তরে বালুচর- সুগন্ধ হবে কৃত্রিম পর-
এতো ভেলা- এতো জ্বালা- তবুও বুঝবে না।

কতকিছু হারিয়ে যাওয়া পিছন ফিরা ভাববে না
ঘাস ফুল কমলি ফুলের দোল দেখতে পাবে না-
অস্থির এই বেঁচে থাকার কোন মানেই হয় নাই-
শুধু পথের মোড়ে মোরগ ফুলের গন্ধে লুকাই;

অথচ অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “কিছু বর্ণের কায়

  1. অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
    অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
    আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. দারুণ কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif আজকাল আপনার উপস্থিতি নেই বললেই চলে। কেন এমন ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  3. অথচ অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
    অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
    আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়।

    * সুন্দর প্রকাশ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. সুন্দর একটা কবিতা। পড়ে মুগ্ধ হলাম। 

    ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। শুভকামনা সারাক্ষণ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।