কিছু বর্ণের কায়
সুখের ভেলা দেখতে তোমরা পাবে না-
জলের তরে বালুচর- সুগন্ধ হবে কৃত্রিম পর-
এতো ভেলা- এতো জ্বালা- তবুও বুঝবে না।
কতকিছু হারিয়ে যাওয়া পিছন ফিরা ভাববে না
ঘাস ফুল কমলি ফুলের দোল দেখতে পাবে না-
অস্থির এই বেঁচে থাকার কোন মানেই হয় নাই-
শুধু পথের মোড়ে মোরগ ফুলের গন্ধে লুকাই;
অথচ অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়।
অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়।
দারুণ কবিবাবু।
আজকাল আপনার উপস্থিতি নেই বললেই চলে। কেন এমন ? 
আপনি নাই তাই ইমো।

অর্থহীন এ জীবন!ভাল লাগল।
বাহ ! কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছান্তে
অথচ অর্থহীন জীবনের প্রয়োজন খোঁজ কথায়
অতঃপর দেখো ভেলায় ভাসবে কোন অচিন গাঁয়-
আপন ভুলে খোঁজে নিয় কিছু বর্ণের কায়।
* সুন্দর প্রকাশ…
সুন্দর একটা কবিতা। পড়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। শুভকামনা সারাক্ষণ ।