লাল স্যালুট
আজকের বাতাসটা বড়ই সুগন্ধী বেশ-
নতুন পাখিদের কি আনন্দ উল্লাস!
ঐ নিকুঞ্জ মাঠের দোল সারি দুর্বাঘাস-
লো আহ মানব দাড়িয়ে,
স্পর্শ উষ্ণতায় শুধু লাল স্যালুট দিয়ে।
তারপর ভীষণ অাতঙ্কের লাশ,
তুফান নয়- নয় কোন কৃত্রিম মূদু বাতাস
খেলা করছে -একমুঠো পাটের আস-
দেহমন তবুও সোনালী বেশ -বেশ;
ধূলিকণা নির্লজ্জ, তরমুজ দাঁতে
স্যালুট; অথচ সাদা বক ঝিলের ধারে
উড়ে যায়- ঐ দূরের গাঁয়- মেঘগুলো
নিশ্চুপ অসাড় হাতে দেয় লাল স্যালুট।
০৩ মাঘ ১৪২৫, ১৬ জানু’১৯
————————————
কবিতার প্রয়াস যথাযথ সুন্দর হয়েছে মি. সরকার। শুভেচ্ছা রইলো।
অভিনন্দন কবি লিটন ভাই।
আপনার নিয়মিত উপস্থিতিতে খুশি হলাম কবি বাবু।
সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকেও লাল স্যালুট। সাথে শুভকামনাও থাকলো ।