মেঘবিরহের ত্বক
জীবন যখন দারুণ ফ্যাকাসে
এক দুপুরে একটি ম্যাসেজ আসে
ছোট্ট একটা প্রজাপতি উড়ে যায়, দূরের ওই নীল আকাশে
সহজ সরল মনে নানা প্রশ্ন ভাসে
কতগুলো বছর কেটেছে তোমার প্রতীক্ষায়
ভেবেছিলাম আর খুঁজবোনা তোমায়
যে যায় তাকে কি ধরে রাখা যায় !!
অদ্ভুত স্বপ্নময় একটা সন্ধ্যা কেটে যায়
বার বার মেসেঞ্জারে চোখ থমকে যায়
না আর কোনো মেসেজ আসে না
অপেক্ষা যেন শেষ হয় না
চঞ্চল মন, কিছু ভালো লাগে না
অবশেষে, ক্রিং ক্রিং….
ওপাশ থেকে হ্যালো, কেমন আছো
দীর্ঘশ্বাস গোপন করে
আমি বললাম, বেশতো
কোথায় ছিলে, কেমন ছিলে কিছুই তো জানিনা।
তুমি বললে, ভালোবাসার থৈ থৈ সাগরে
অজস্র মেঘ মালার পথ ধরে
ভালোবাসার কল্পলোকে তোমার সেই পদ্ম পাতার নীড়ে
জানো খুব খুব ইচ্ছে হচ্ছিলো, বলি তোমায়
নিবে আমায় তোমার সাথে সে নীল নদীর পারে
প্রাণ ভোরে দেখবো তোমাকে আলোকিত জোছনা রাতে।
অদ্ভুত আনন্দ উল্লাসে, বুকের গহীনে হটাৎ যখন টন টনে
একান্তে তোমার হাতটা ধরতে দিও আনমনে
কতকাল তোমাকে একটু ছুঁয়ে দেখিনা
খুঁজে দেখো, কোথাও একটু খানি রয়ে গেছি তোমার অন্তর গহীনে
সে বালুচরে অনন্ত ভালোবাসা খেলা করে
কোন এক ঝির ঝির বৃষ্টি ভেজা দুপুরে
সঙ্গে নিও আমায় ভিজবো দুজন প্রাণ ভোরে
একথা ও কথা গল্পের যেন শেষ হয় না …
তুমি বললে আজ রাখি
মনে হলো, হৃদয় নিংড়ে উড়ে যাচ্ছে প্রাণ পাখি
আমি বললাম, একটা কথা ছিল ভীষণ জরুরি
তুমি জিজ্ঞেস করলে কি হলো, কিছু বলবে
আমি বললাম, তোমার যেখানে খুশি চলে যেও
আমার অর্ধেকটা, আমাকে দিয়ে যেও
তুমি প্রাণ খুলে হাসলে
আমাকে যেন ধূসর কুয়াশায় আবারো ভাসালে
আমার প্রার্থনা তুমি, কি করে বাঁচবো বলো তোমাকে হারালে।
'আমাকে যেন ধূসর কুয়াশায় আবারো ভাসালে
আমার প্রার্থনা তুমি, কি করে বাঁচবো বলো তোমাকে হারালে।'
নিরন্তর আকুতি বেঁচে থাকার রশদ জোগায়। অভিনন্দন কবি সাজিয়া আফরিন।
ধন্যবাদ আজাদ ভাই। সালাম নিন।
বেশ অনুভূতির প্রকাশ
ধন্যবাদ কবি আলমগীর ভাই।
অনুভূতির প্রকাশ কিন্তু আরো ভালো করা যেত।
চেষ্টা করবো ভাই। ধন্যবাদ।
দারুণ একটি প্রচ্ছদের সাথে চমৎকার একটি কবিতা। অভিনন্দন কবি।
ধন্যবাদ কবি সৌমিত্র।
অনেক সুন্দর একটি কবিতা। আপনার আগের লিখাটিও অসাধারণ ছিলো দিদি ভাই।
ধন্যবাদ রিয়া দি।
সুন্দর একটি কবিতা পাঠ করলাম। তাই কবিতায় ভালোবাসা রেখে গেলাম। সাথে শুভকামনা।
ধন্যবাদ নিতাই বাবু।