নীরব কান্না

// নীরব কান্না //
——আলমগীর সরকার লিটন//

=====================
আকাশের নীরব কান্না হয়েছে
মাঝে মাঝে কুয়াশার ঢেউ ভাসে;
চারপাশ ধু ধু বালুচর শ্মশান ঘাট-
মৃত্যুর ধোঁয়াশার আর্তনাদ কে দেখে?

সবাই এখন মাঝিমাল্লার স্বর্ণ মাটির মাঠ
তবে কিছু মেঘের ঘর্ষণে বৃষ্টির মিছিল
তবুও আকাশের এতটুকু বোধগম্য হয় না
অতঃপর আমি আকাশ- তুমি বাতাস।

০৭ মাঘ ১৪২৫, ২০ জানু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নীরব কান্না

    1. জ্বি মুরুব্বী দা

      ঠিক বলেছেন অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।