// নীরব কান্না //
——আলমগীর সরকার লিটন//
=====================
আকাশের নীরব কান্না হয়েছে
মাঝে মাঝে কুয়াশার ঢেউ ভাসে;
চারপাশ ধু ধু বালুচর শ্মশান ঘাট-
মৃত্যুর ধোঁয়াশার আর্তনাদ কে দেখে?
সবাই এখন মাঝিমাল্লার স্বর্ণ মাটির মাঠ
তবে কিছু মেঘের ঘর্ষণে বৃষ্টির মিছিল
তবুও আকাশের এতটুকু বোধগম্য হয় না
অতঃপর আমি আকাশ- তুমি বাতাস।
০৭ মাঘ ১৪২৫, ২০ জানু’১৯
——————————–
পরিণতি আসলে এটাই মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা
ঠিক বলেছেন অশেষ ধন্যবাদ
ভাল থাকুন—–
শেষ লাইন একটি ঝংকার!
জ্বি বাসু দা
অনেক ধন্যবাদ
ভাল থাকুন—–