অস্রুসজল সে প্রতিজ্ঞা,
নিষ্ঠুর নির্মম অবজ্ঞা!
শুধু তোমাকেই দিয়ে সম্ভব,
লোভ দ্বারা শুরু পাপের উদ্ভব!
দূরত্ব মেনে নেয়া কষ্ট,
ছলনায় ভাবনা বিনষ্ট!
সম্মুখে দেখেছি চমৎকার,
ভেতরটা জুড়ে ছিল আন্ধার!
করেছিলে লোভনীয় কল্পনা,
অকল্পনীয় দিলে যন্ত্রণা!
সামান্য সময়ের আনন্দে,
নরকে গিয়েছো স্বাচ্ছন্দ্যে!
কেন গো করেছো তিরস্কার?
বিনিময়ে পেয়েছো পুরষ্কার?
নেই আজ মনে দ্বিধা দন্ধ,
আবেগে হবোনা আর অন্ধ!
আজ করো নিজেকে নিয়ন্ত্রণ,
লাগেনা লাগেনা জোড়া ভাঙা মন!
অভিনয় সবি মিছে আশ্বাস,
করবোনা তোমায় আর বিশ্বাস!
মুগ্ধ করার মতো এবং মুগ্ধ হার মতো লিখা।
আপনার প্রতিঠি মূল্যবান মন্তব্য আমাকে ব্যপকভাবে অনুপ্রাণিত করে।
সুন্দর লিখেছেন শ্রদ্ধেয় কবি দাদা। কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। আপনার জন্য শুভকামনা সবসময় ।
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। ভালো থাকবেন।
এটা প্রতিজ্ঞা অথবা হয়ত অভিমান
আপনার জন্য থাকুক কবির সম্মান।
শুভেচ্ছা নিরন্তর।