সনদে বুকপক্ষি

সনদে বুকপক্ষি

একখানা পুড়া ইটের গন্ধটা বেশ
মরচে পরেছে নাক-মাটির বিষণ্নতা
দু’চোখের ধু -ধু ধূলি আর বালুচরি –
অথচ জলতরঙ্গের গন্ধটা মেঘ শূন্য;

দু’হাতের ছুঁয়া শুধু কৃষ্ণচূড়ার প্রণয়!
কাদামাটির ভীষণ আর্তনাদ ঘোর কুটি
তবুও চন্দন, বাঁশবাগান হাওয়ায় দুলী
আকুলতা ছারে না সনদে বুক পক্ষি।

২৭ মাঘ ১৪২৫,০৯ ফেব্রু’১৯
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “সনদে বুকপক্ষি

  1. ইলাস্ট্রেশন এবং কবিতা … দুটোই সুন্দর হয়েছে বাউল কবি মি. সরকার। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
      ভাল থাকুন——–

    1. জ্বি রিয়া দিদি
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
      ভাল থাকুন——–

    1. জ্বি সৌমিত্র দা
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
      ভাল থাকুন——–

  2. ছোট কবিতা, কিন্তু গভীরতা প্রখর। চমৎকার প্রকাশ। আপনাকে অভিনন্দন কবি লিটন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি রানু আপু
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
      ভাল থাকুন——–

    1. জ্বি রাশেদ দা
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
      ভাল থাকুন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।