সনদে বুকপক্ষি
একখানা পুড়া ইটের গন্ধটা বেশ
মরচে পরেছে নাক-মাটির বিষণ্নতা
দু’চোখের ধু -ধু ধূলি আর বালুচরি –
অথচ জলতরঙ্গের গন্ধটা মেঘ শূন্য;
দু’হাতের ছুঁয়া শুধু কৃষ্ণচূড়ার প্রণয়!
কাদামাটির ভীষণ আর্তনাদ ঘোর কুটি
তবুও চন্দন, বাঁশবাগান হাওয়ায় দুলী
আকুলতা ছারে না সনদে বুক পক্ষি।
২৭ মাঘ ১৪২৫,০৯ ফেব্রু’১৯
——————————
ইলাস্ট্রেশন এবং কবিতা … দুটোই সুন্দর হয়েছে বাউল কবি মি. সরকার। অভিনন্দন।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
ভাল থাকুন——–
ভাল লিখেছেন কবিবাবু। শুভেচ্ছা জানবেন।
জ্বি রিয়া দিদি
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
ভাল থাকুন——–
কবিতায় শুভেচ্ছা কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
ভাল থাকুন——–
ছোট কবিতা, কিন্তু গভীরতা প্রখর। চমৎকার প্রকাশ। আপনাকে অভিনন্দন কবি লিটন।
জ্বি রানু আপু
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
ভাল থাকুন——–
মাইন্ড ব্লোয়িং কবিতা।
জ্বি রাশেদ দা
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হইলাম কবি দা
ভাল থাকুন——–