সত্যবাদীর গান

সত্যবাদীর গান

সত্য মিথ্যার দুয়ারি
ফুটবে ফুল- ঝরবে কুল
এটাই বুঝি নিয়ম;
তবে সম্মান অসম্মান শুধু
বোধগম্যের সু-ঘ্রাণ নিজস্ব সত্ত্বা-
তাও বিকিয়ে যায় নিত্য
অথচ আমরা সু-ঘ্রাণ নিতেও
জানি না- দিতেও জানি না
জলহস্তির মতো ঘুরপাক খাই;
তবুও মিথ্যারা দূরে যাক
সত্যের জয় হোক এটাই
কবি কবিতার কাম্য ভাসি
সুরালা কণ্ঠ চয়ণ।
কবি যেখানেই থাক সত্যের
সু-ঘ্রাণ পৌছে যাবে নাকে
আর আমরা গেয়ে যাব
সুরালা কণ্ঠে সত্যবাদীর গান।

০৪ ফাল্গুন ১৪২৫,১৬ ফেব্রু’১৯
——————————————-
উৎসর্গঃ কবি আল মাহমুদ

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “সত্যবাদীর গান

  1. কবি আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কবি নিশ্চয় অমর হয়ে থাকবেন তাঁর সৃষ্টিতে।

  2. সত্য মিথ্যার দুয়ারি
    ফুটবে ফুল- ঝরবে কুল
    এটাই বুঝি নিয়ম।

    সত্য বলেছেন কবি লিটন ভাই। এটাই নিয়ম।

  3. কবি আল মাহমুদ এর বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা। আপনাকে শুভেচ্ছা কবিবাবু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।