হারিয়ে গিয়েছি নিজের প্রতিচ্ছায়ায়

হারিয়ে গেছি নিজের প্রতিচ্ছায়ায়

এক মুঠো স্বপ্ন কে যেন দিয়ে গেছে নিশীথ রাতে
ভোরের ক্ষীণ আলোয় উড়ে গেছে
সমস্ত সুখ অনুভূতি
অভিযোগের কারন এই মুহুর্তে
কিছুই নেই
অনেক সময় জীবন এই ভাবেই ঘটে
আপনজন মুখোমুখি দাড়িয়ে
বুঝিয়ে দিতে চায়
হৃদয়ের নিষ্ঠুর পরিভাষা…….

এক অদৃশ্য দূরত্ব রেখা টেনে যায়
খুব সহজেই হাসি মুখে
অভিলাষী মন খুঁজে পায়না ওই উপেক্ষার কারণ
আস্তে আস্তে ভুলে যেতে চায়
অতীতের সব ইতিবৃত্ত
তাছাড়া উপায় কি বা থাকে, বলো…

নিখোঁজ রাতের জোনাকির
সাথে অদৃশ্য পথে
এক মুঠো স্বপ্ন কে যেন দিয়ে গেছে নিশীথ রাতে
হৃদয়ের আকাশ কি শুধুই মেঘে ঢাকা …

সবকিছুর উপলব্দি হাতের নাগালে
তবুও সবাই কে চেনা যায় না
স্মৃতির গন্ধ আজ ও
ছুঁয়ে যায় ক্ষত চিহ্ন
আজো মনে হয় কে যেন লিখতে চায়
অসমাপ্ত কবিতার উপসংহার
ওই ছন্দহীন ভালোবাসার গভীরে
বহুবার খুঁজেছি জীবনের মর্ম
আর প্রতিবার হারিয়ে
গিয়েছি নিজের প্রতিচ্ছায়ায়……….

10 thoughts on “হারিয়ে গিয়েছি নিজের প্রতিচ্ছায়ায়

  1. আজো মনে হয় কে যেন লিখতে চায়
    অসমাপ্ত কবিতার উপসংহার
    ওই ছন্দহীন ভালোবাসার গভীরে …

    হৃদয় ছোঁয়া রোম্যান্টিক একটি কবিতা। পড়তে বেশ লাগে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. স্মৃতি বড়ই উচ্ছৃঙ্খল! সহজসরল সাবলীল ভাষায় অনন্যসাধারণ কবিতা পড়লাম। শুভেচ্ছা রইলো প্রিয়।

     

  3. বেশ ভালো হয়েছে কবিতাটি বোন ফারজানা শারমিন মৌসুমী। অভিনন্দন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।