অনিয়মে চলতে ভয়

অনিয়মে চলতে ভয়

বাগানে যদি আবার একটা ফুল
ফুটতে দেখো- তাহলে যে আরেকটা
ফুল ঝরে যাবে- সাময়িক একসঙ্গে
দু’য়ের গন্ধ ছড়ে না -না ;
কি নিদারুণ এটাই প্রকৃতির নিয়ম।
ভেবেছো কি কখন এই বাউলীপনার
উত্তর- তখন তুমিও ঝরে যেতে পারো-
এটাও প্রচলিত নিয়ম -বুঝলে কিছু!
যে ফুলের ঘ্রাণ পাচ্ছো -তাই নিয়ে
থাকতে হয়; যদি লোভ লালসা উঁকি দেয়,
সেটাও অস্বাভাবিক নিয়মে ভাবতে হয়;
অতঃপর অনিয়মে চলতে ভয়।

০৫ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রু’১৯
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “অনিয়মে চলতে ভয়

  1. অনিয়মে চলতে ভয় পাবারই কথা। কবিতায় শুভেচ্ছা কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

    1. জ্বি সৌমিত্র দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

    1. জ্বি রিয়া দিদি

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।