একুশের হরফ

তুমি তো বাংলিশ লেখো
বালিয়ারীর তীরে শয্যা নিয়েছো মাতাল শারাবের
আমাদের এখানে চিতুই নদীর তীরে পালা পার্বন
একুশের কবিতার হরফে লাল রক্ত
আমাকে আর বলো না সমুদ্রে যাই
রেংগুন ভুলে গেছে শরম —

রাত শিকোয়াতে তোমার রেগে যাওয়া
চেহারায় প্রেম রোগ লেগেছে
রক্ত লাল চোখে শীতের অসুখ
সব বেদনার কথা বলে না দিলে হয়
সব অনার্যও জানে অসুখ কারে কয় —

10 thoughts on “একুশের হরফ

মন্তব্য প্রধান বন্ধ আছে।