আয়নার এপাশে আমি
ওপাশে তুই
বড্ড ইচ্ছে করে
একটু তোকে ছুঁই
আয়নার এপাশে অন্ধকার
ওপাশে জ্যোৎস্না
হাত বাড়িয়েও
তোকে ছোঁয়া হলো না
আয়নায় কার প্রতিবিম্ব?
অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া
নীল নীল ভালোবাসায়
হলো না তোকে ছোঁয়া
রাত গভীর হয়
আয়না কথা কয়
এখানে অন্ধকার
শুধুই হতাশার
আমি আয়নায় দেখি তোকে
আয়নায় ভালোবাসি
আয়নায় তোকে এঁকে এঁকে
আয়নার কবিতা লিখি
একদিন দেখিস
ঠিক ঢুকে যাব আয়নায়
তোকে জড়িয়ে নেব
আয়না ভালোবাসায়
অসাধারণ প্রিয় কবি প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
দারুণ কবিতা প্রিয় যাযাবর ভাই।
অসাধারণ কবি যাযাবর ভাই।