ছুঁইতে পারি
আমি আকাশ ছুঁইতে পারি
আর পারি বসন্তের জল
আমার কোকিল গান গেয়ে যায়
আকাশ বাতাস দিয়ে আড়ি।
নিশি ক্ষণে মেঘমালা মন গুড়গুড়ায়
বৃষ্টির সাথে কাদামাখায়-
সোনালী মাঠের পারে দৃষ্টি শুধু
ফুড় ফুড়ায়; কোনদিন যাবো রে মেঠো
পথ দিয়ে তোর বাড়ির আঙ্গীনায়-
নীল সবুজের ছুঁয়ে নিবো কষ্ট সারি সারি।
১৫ ফাল্গুন ১৪২৫, ২৭ ফেব্রু’১৯
———————————–
চমৎকার ছন্দ স্বরের লিখা। পছন্দ করলাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
সুন্দর হয়েছে কবি বাবু। শুভেচ্ছা নিরন্তর।
জ্বি রিয়া দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-
বাহ্ কবি লিটন ভাই। সংক্ষিপ্তে বাজিমাৎ।
জ্বি সৌমিত্র দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন——-