ছুঁইতে পারি

ছুঁইতে পারি

আমি আকাশ ছুঁইতে পারি
আর পারি বসন্তের জল
আমার কোকিল গান গেয়ে যায়
আকাশ বাতাস দিয়ে আড়ি।

নিশি ক্ষণে মেঘমালা মন গুড়গুড়ায়
বৃষ্টির সাথে কাদামাখায়-
সোনালী মাঠের পারে দৃষ্টি শুধু
ফুড় ফুড়ায়; কোনদিন যাবো রে মেঠো

পথ দিয়ে তোর বাড়ির আঙ্গীনায়-
নীল সবুজের ছুঁয়ে নিবো কষ্ট সারি সারি।

১৫ ফাল্গুন ১৪২৫, ২৭ ফেব্রু’১৯
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ছুঁইতে পারি

  1. চমৎকার ছন্দ স্বরের লিখা। পছন্দ করলাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

    1. জ্বি রিয়া দিদি

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

    1. জ্বি সৌমিত্র দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।