প্রকাশ লিপি

প্রকাশলিপি

উল্টো বেরিয়ে সোজা হয়েই
দু ঠোঁটের পাতলা ফাঁকে অস্বস্তি জানিয়ে
বলেছিলাম ‘মা’,
কান্নার আওয়াজ ভেবে বহিরাগতরা
আনন্দে শ্যাম্পেন খুলেছিল।

এইভাবে পাঠভবনের দরজা খুলে
হাঁটিহাঁটি পা পা করে কখন যেন
চর্যাপদ-লুই-কুক্কুরী-চরিতামৃত-মঙ্গল
একে একে ধাপের পর ধাপ
স্বর্গের অন্তহীন সিঁড়ির নীচের অংশ
ছুঁয়ে নিজেকে অফুরান পণ্ডিত
ভাবতে শুরু করেছিলাম নিখাদ মূর্খতায়।

নিছক দেশীয় মাধ্যমের পাতি পড়ুয়ার
দুই সন্তান এখন ইংরেজির নামীদামি
ফুলঝুরি ছেটালে গর্বে মুখ লাল
করে নাকের পাটা ফুলিয়ে প্রতিবেশীর
দিকে তাকায় ওদের কনভেন্টি জননী,
প্রতিমূহুর্তেই আমার ইং উচ্চারণের ভুল
ধরে যে হাসিহাসি মুখে তাকায়,
কিন্তু ওরা কেউই গন্তব্য মানে জানেনা।

আমার চারপাশ এখন আগাছায় ভরা,
বিষ পার্থেনিয়াম লঘুগুরু জ্ঞান
না করেই ইয়াংকি আচার ঢুকিয়েছে অবাধে
আমারই একান্ত হেঁসেলে,
আমার গন্তব্য আমার শেকড়
সবই আবছায়া ধোঁয়ায় বসতি করে।

তাহলেও সব শেষ হয়ে এলে
অন্ধ জগতে পা রাখার আগেই
আরোও একবার মাথা নত
করে বলতেই হবে, আমি তো
তোমাকে ছাড়িনি, ও আমার
ভালবাসার বাংলাভাষা…
ও আমার ‘মা’!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

10 thoughts on “প্রকাশ লিপি

  1. 'আমার চারপাশ এখন আগাছায় ভরা,
    বিষ পার্থেনিয়াম লঘুগুরু জ্ঞান
    না করেই ইয়াংকি আচার ঢুকিয়েছে অবাধে
    আমারই একান্ত হেঁসেলে,
    আমার গন্তব্য আমার শেকড়
    সবই আবছায়া ধোঁয়ায় বসতি করে।'

    অনুভব প্রকাশের শব্দ গুলোন অসাধারণ হয়েছে প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় ভাই। পড়েছো জেনে ভালো লাগছে। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আপনার কবিতায় বাস্তবতা প্রকাশ পেয়েছে। শুভেচ্ছা জানবেন দাদা।

  3. অভিনব ভাবনায় মুগ্ধ হয়েছি। জন্ম, প্রথম শব্দ, আনন্দ-উদযাপন এবং সব মিলিয়ে অসাধারণ বিষয়বস্তু খুব দামি লেগেছে। 

    আপনার কবিতার আধুনিক অবয়ব আমাকে সব সময়ই মুগ্ধ করে; এই লেখাটা বিশেষ ভাবে! কবিতাটার পরিপক্কতা এবং শেষের চমক সবাইকে খুব মুগ্ধ করবে!

  4. অপূর্ব প্রকাশ কবি সৌমিত্র দাদা। ভীষণ ভাল লিখেছেন।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ বোন হাসনাহেনা রানু। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।