অতিথি পাখির ঠাউড়

অতিথি পাখির ঠাউর

সেই একটা ধূসর গন্ধ
নাকের চারপাশটা ফুর ফুরচ্ছে!
জলের পারে অতিথি পাখি
জেনো ঠোঁটের সংখ্যায় ঠুর ঠুরচ্ছে;
এক ধোঁয়াশার ধূলি অন্ধ হয়েছে-
আর গোলাপের ঘ্রাণ মেঘ শূন্য হচ্ছে।

তবুও অতিথি পাখির দল-
ডানায় ডানায় রক্তক্ষরণ ঝরচ্ছে
শিকারী মন জলেই ডুবচ্ছে
অতঃপর উত্তর দক্ষিণে গন্ধ বাউর
অচমকা সাদামেঘে ঘোর
উড়ে-দুর্বাঘাসে অতিথি পাখির ঠাউর।

১৯ ফাল্গুন ১৪২৫, ০৩ মার্চ’১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “অতিথি পাখির ঠাউড়

  1. কবিতাটি পড়লাম। বেশ লিখেছেন মনে হলো বাউল কবি মি. আলমগীর সরকার।

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  2. অচমকা সাদামেঘে ঘোর
    উড়ে-দুর্বাঘাসে অতিথি পাখির ঠাউর।

    এখানে দুটো শব্দ আমার অচেনা মনে হলেও আসলে কিন্তু চেনা কবি লিটন ভাই। :)

    1. জ্বি সৌমিত্র দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

    1. জ্বি রিয়া দিদি

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  3. শুভেচ্ছা কবি দাদা। খুব সুন্দর একটা কবিতা পড়লাম ।

    1. জ্বি বাবু দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।