ওজন স্তরের চড়ুই

ওজন স্তরের চড়ুই

কিভাবে শেষ কথাটা বলা যায়!
কে বলবে? তুমি না তুমি?
কিভাবে আগুন খোলসে ঢুকে যায়!
জল নেই, হাওয়া নেই
শেষ কথাটা তুমি বলো, নইলে তুমি!

যদিও এটা বলা সবচেয়ে কঠিন
এগুলো শুধু শব্দ বা কথামালা নয়
অমৃত চাষ এতে হবে না নিশ্চিত
কূল ছাড়া সমুদ্রের বিকাশ যেন
শেষ কথা এখানেই থাকবে।

সম্পর্ক এড়িয়ে যাওয়া কি মুশকিল
এক পৃথিবী সমান ওজনদার
লহমায় ছেড়ে যাওয়া গেলেও বলা যায় না
অথচ শেষ কথাটাই জরুরী
ওটা তুমি বলো, না হয় তুমি!

8 thoughts on “ওজন স্তরের চড়ুই

  1. কূল ছাড়া সমুদ্রের বিকাশ যেন শেষ কথা এখানেই থাকবে।

    সম্পর্ক এড়িয়ে যাওয়া মুশকিল কবি বোন শাকিলা তুবা। ভালো লিখেছেন।

  2. এগুলো শুধু শব্দ বা কথামালা নয়
    অমৃত চাষ এতে হবে না নিশ্চিত
    কূল ছাড়া সমুদ্রের বিকাশ যেন
    শেষ কথা এখানেই থাকবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অনেক ভাবপূর্ণ কাব্যিক তুবা আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।