সমকোণ ধূলিই জীবন
জীবন সংসার
ধূলির সমকোণ হাওয়ায় -হাওয়ায় উড়ো
ভালবাসা বেদনা রাত পোহান
অপেক্ষা থাকে প্রহর-
শুধু পূর্ণিমার নাটাই ঘুড়ি
শূন্যতে উড়াউড়ি-
তবুও এই সীমানা কোথায়
দু’হাত ছুঁয়াছুঁয়ি।
আকাশ মেঘে
কালবৈশাখী ঝড় করে গুড়গুড়-
জীবন ভেলায় ডুবে মরে সমুদ্র-
বৃন্দাবনে সুখের হাসি–
সাদা মেঘে দিয়ে গেলো ফাঁকি;
এখন দেখি ঝিঁঝিপোকার
আনা গুনা -ধূলায় ধূলায়
ভেসে যায় ফড়িংর ডানা।
০৫ চৈত্র ১৪২৫, ১৯ মার্চ’১৯
——————————
অসাধারণ আপনার কবিতার প্রয়াশ প্রিয় বাউল কবি মি. সরকার। অভিনন্দন।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন
ধুলি জীবনের চিত্র এঁকেছেন কবিবাবু। বাহ্।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন
বাহ্ কবি লিটন ভাই। ভালোবাসা রইলো। অনেক ভালো থাকুন।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
জ্বি বাবু দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন
শুভেচ্ছা ভাই।
হু সুমন দা কেমন আছে
অনেক দিন পর
ভাল থাকুন————
সুন্দর।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন
চমৎকার শব্দ চয়নে গাঁথা কবিতার দারুণ অভিপ্রায়।শুভেচ্ছা নিন।