পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন

আমি যাকে বলি
সে শোনে না,
শোনে অন্যজন
বোঝে অন্য আরেকজন;

যার জন্য আমার মন পোড়ে
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমাতে মন পোড়ায় অন্য আরেকজন;

যার সাথে আমি অভিমান করি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমার সাথে অভিমান করে থাকে অন্য আরেকজন;

আমি যাকে ভালোবাসি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আর আমায় ভালোবাসে অন্য আরেকজন;

আমার মন জুড়ে শুধুই
– ‘এক তুই’
আর আমার চারিদিকে ষড়ভুজ প্রেমের অষ্ট মন;

অথচ আমার তুই আমায় শোনে না
আমার তুই কিছুই বোঝে না
না বোঝে মন
না প্রেম
না অভিমান
না অনুরাগ
না ভালোবাসা;

অথচ দেখ!
আমার পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন
– “ভালোবাসার এক তুই”।

😘

12 thoughts on “পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন

  1. আমার পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন
    – “ভালোবাসার এক তুই”।

    আপনার অনুভব ধীরে ধীরে আমার মধ্যে অনুপ্রবেশ করছে প্রিয় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

  2. কবিতার গড়ন কে স্বতন্ত্র মাত্রা দিয়ে দিয়েছেন কবি জীবনবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন এবং একটাই সত্য কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন

মন্তব্য প্রধান বন্ধ আছে।