আমার আমিত্ব

আমার আমিত্ব

আমি আমার সাদা কে করলাম যে লাল!
তুমি তোমার ফাল্গুন কে করলে আগুন-
পুড়তে পুড়া লাল হইয়ে ছাই উড়া মেঘ
তুমিতে আর আমিত্ব রইল না বেদনার বেগ;

ঝিলমিলি রঙিন হলো মাটির স্পর্শে ফড়িং
এই দেখো -সেই দেখো নীল সবুজ মাঠ-
রোজ বেলাতে ফির ফিরায় তোমার তুমিত্ব!
আমাতে রইল শুধু শ্মশান পুড়া ঘাট;

আপন আপনাতে থাকল কতক্ষণ সাধু চরণ
হিসাব নিকাশ শেষ হইল ভাদুঘরে রোদ্দুর-
আমার আমিত্ব জুড়ে খেলবে প্রজাপতি-
আর ঘাস দোলা ঘাসে ঘাসে ঘাসফড়িং।

১১ বৈশাখ ১৪২৬, ‍২৪ এপ্রিল ১৯
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “আমার আমিত্ব

  1. আমার আমিত্ব জুড়ে খেলবে প্রজাপতি-
    আর ঘাস দোলা ঘাসে ঘাসে ঘাসফড়িং।

    প্রতিদিন যে হারে কবিতা আমার পড়া হয়; তাতে খুব শিঘ্রই আমি স্বয়ং কবিতা প্রতিবন্ধী হয়ে যাবো প্রিয় বাউল কবি আলমগীর সরকার। আশীর্বাদ প্রার্থী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা

      দোয়া করি প্রতিবন্ধী যে না হোন

      ভাল থাকুন——

  2. শুভেচ্ছা কবি আলমগীর ভাই। জীবন হোক আনন্দের।

    1. জ্বি প্রিয় সুমন দা

      আপনারও জীবন সুন্দর হোক

      অশেষ ধন্যবাদ——–

      ভাল থাকুন

  3. ভালোবাসায় শুভেচ্ছা কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় সৌমিত্র দা

      আপনাকেউ অনেক ভালবাসা জানাই

      অশেষ ধন্যবাদ——–

      ভাল থাকুন

    1. জ্বি প্রিয় কবি মৌসুমী আপু
      সুন্দর মন্তব্য করার জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

    1. জ্বি প্রিয় কবি তুবা আপু
      সুন্দর মন্তব্য করার জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।