সৃষ্টির সেরা
তোমরা করো অপরাধ আর
আমরা পাই তার সাজা
আমরা ঠিকই প্রজা থাকি
তোমরা আছো রাজা।
তোমাদের সব পাপ অভিশাপ
আমরা গায়ে মাখি
মানুষ হয়ে মানুষ মারো
লজ্জা কোথায় রাখি।
তোমাদের ঐ ধর্মে কর্মে
মারছো কেনো মানুষ
সৃষ্টির সেরা জীব হয়ে আজ
কীসের উড়াও ফানুস !
তোমাদের সব পাপ অভিশাপ আমরা গায়ে মাখি
মানুষ হয়ে মানুষ মারো লজ্জা কোথায় রাখি।
দুঃখজনক কালো সময় আমাদের।
সৃষ্টির সেরা জীব হয়ে আজ
কীসের উড়াও ফানুস ! কথা সত্য সৈয়দ হিলাল সাইফ ভাই।
ভালো লিখেছেন ভাই।