অন্তঃসত্ত্বা সাগর নদী
ভাবনার উৎফুল্ল দুটি চোখে শুধু
সাগর আর নদীর পার্থক্য খুঁজে!
কুল-কিনারা ভাটির এক ফুলকির সুখে-
তাও ফুরিয়ে গেছে সোনালি মাঠ জুড়ে;
অথচ কৃষ্ণচূড়ার ব্যর্থতা বকুলের কাছে সীমাবদ্ধ।
তারপর সবটুকু ঘ্রাণ দাঁড়িয়ে আছে দীর্ঘশ্বাস
এক টুকরো মৃত্তিকার কোণে দোলবে দুর্বাঘাস-
তবুও কষ্টিপাথর ঘষে ঘষে একফুটা সমপ্রণয় জল
ঝরে না- কেনো না -পার্থক্য আছে বলে-
অন্তঃসত্ত্বা সাগর আর নদী বয়েই চলছে।
১৬ বৈশাখ ১৪২৬, ২৯ এপ্রিল ১৯
—————————————–
একফুটা সমপ্রণয় জল
ঝরে না- কেনো না -পার্থক্য আছে বলে-
অন্তঃসত্ত্বা সাগর আর নদী বয়েই চলছে। ___ গ্রেট মি. আলমগীর সরকার লিটন।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন———-
অদ্ভুত আপনার কবিতার অনুভব কবি আলম সরকার ভাই।
জ্বি সুমন দা
একটু ভাবনার মাঝে থাকি এই আর কি
ভাল থাকুন——
অভিনন্দন কবি লিটন ভাই। ভালোবাসা।
জ্বি সৌমিত্র দা আপনাকেউ
ভাল থাকুন——–
কবির কবিতায় প্রাণ আছে।
জ্বি শাহাদাত দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———
চমৎকার কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———
শুভেচ্ছা কবি আলমগীর সরকার ভাই।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
কবিতার জয় হোক ভাইজান।
জ্বি সাইদ দা সালাম নিবেন আশা কবি ভাল আছেন