আমাকে আঁকতে বলা হয়েছিল

আমাকে আঁকতে বলা হয়েছিল

তোমার নামে আমার সমুদয় শব্দমালা আঙ্গুলের কোমল স্পর্শে গেঁথে যাচ্ছে ল্যাপটপের পৃষ্ঠা জুড়ে। আমি ফুলের নাম লিখতে চেয়ে লিখে দিচ্ছি তোমার নাম, আমি ফলবতী একটি বৃক্ষের ছবি আঁকতে যেয়ে এঁকে ফেলছি তোমার মুখ! আমি খরস্রোতা নদীটি আঁকতে চেয়ে এঁকে ফেলছি তোমার দু’বুকের মধ্যদেশ, যেখানে মৃত্যুর মতো কিছু সুখ পলি হয়ে জমে আছে! আমি একটি গভীর পরিখা আঁকতে যেয়ে দেখি অবলীলায় এঁকে ফেলেছি তোমার দু উরুর প্রান্তদেশ! পাহাড়কে আঁকবো বলে কাটপেন্সিল তুলে নিতেই তুমি এসে সামনে দাঁড়ালে, আমি এঁকে ফেললাম তোমার পৃষ্ঠদেশ, এঁকে ফেললাম পাহাড়কে মুছে দিয়ে প্রান্তিক কিছু রেখা চিহ্ন! আমাকে আঁকতে বলা হয়েছিল একটি কাগজের নৌকা অথচ দেখো, আমি দ্বিধাহীন এঁকে ফেললাম তোমার ঠোঁট, এঁকে ফেললাম চিবুক! আমাকে একবার আঁকতে বলা হলো গভীর অরণ্যে প্রাচীণ বৃক্ষের ডালে ঝুলন্ত পাখির নীড়; আমি এঁকে ফেললাম তোমার চোখ!

শেষ বার যখন আমাকে আঁকতে বলা হলো হৃদয়ের উচ্চারণ; কী আশ্চর্য আমি এঁকে ফেললাম তোমার নাম!

18 thoughts on “আমাকে আঁকতে বলা হয়েছিল

  1. নাম দেখে দেখে কিছু্ক্ষণ পর দেখি মুছেগেছে নাম

    আর ড্রাসবিনে রেখলাম স্মৃতির অট্রহাসি এভাবেই

    চলছে জীবনের একটা নাম———–অনেক শুভেচ্ছা রইল

  2. বাহ, কবি তার কলমের ঠোট দিয়ে তার প্রেয়সীকে রূপ দিলো। অপূর্ব সুমন ভাই।

  3. শান্তি পাইলাম যে আপনি আঁইকা ফালাইছেন সুমন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  4. চমৎকার কবিতা লিখেছেন কবি সুমন আহমেদ।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ কবি হাসনাহেনা রানু। :)

  5. বাহ্ চমৎকার ।

    1. ধন্যবাদ কবি ফারজানা শারমিন মৌসুমী। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।