তত্ত্ব ভেদে পথভ্রষ্ট

তত্ত্ব ভেদে পথভ্রষ্ট

কলঙ্ক মাঝে পাপ ভেবো না
পাপের মাঝে ফুল –
ফুলের গন্ধে ঘুম পারো না
ঝরে বকুল ফুল।
আমতত্ত্বের মাঝে জামতত্ত্ব-
কাঁঠালতত্ত্ব বোঝল কই-
দেহতত্ত্বের পারে পথভ্রষ্ট হই;
রঙ খোঁজে মাটির বসুন্ধরা
নিঃসঙ্গ হলো কুলহারা-
পাপতত্ত্ব ভাবনায় চক্ষুনষ্ট
ভাসল মেঘে মেঘে কলঙ্ক;
কলঙ্ক তো মুখের কথা-
পাপ আপনে আপন সুধা
সেকি আর বোঝা হলো না
কত রঙের বোধটা।

১৭ বৈশাখ ১৪২৬, ‍৩০ এপ্রিল ১৯
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “তত্ত্ব ভেদে পথভ্রষ্ট

  1. কঠিন কবিতা। তারপরও কবিতায় শুভেচ্ছা বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      বাউলাপনা করেছি

      ভাল থাকুন———-

  2. কলঙ্ক তো মুখের কথা-
    পাপ আপনে আপন সুধা
    সেকি আর বোঝা হলো না
    কত রঙের বোধটা।

    এই জায়গাটি বেশী আকর্ষনীয় কবি আলমগীর ভাই। 

    1. জ্বি সুমন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

  3. কাঁঠালতত্ত্ব বুঝলো কই-
    দেহতত্ত্বের পারে পথভ্রষ্ট হই;

    দারুণ ছন্দমিল কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা

      শুধু ছন্দমিল নয় বাউলাপনা রেখেছি

      ভাল থাকুন——-

  4. শুভেচ্ছা প্রিয় কবিবাবু। আপনার মঙ্গল কামনা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি কবি রিয়া দিদি

      আপনার মঙ্গল কামনা করি

      ভাল থাকুন———–

    1. জ্বি বাবু দা

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন——

    1. জ্বি কবি তুবা আপা আপনাকেউ

      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।