এক ফোটা জল
অধরা,
একফোটা জল দিবে
উষ্ণ শীতল জল
কবিতার খাতা শূন্য পরে আছে
একটা কবিতা লিখবো
লিখবো মান-অভিমান আর খুনসুটির কথা
উষ্ণতা যেন
অগ্নিশিখার চেয়েও অধিক উত্তপ্ত হয়
আর শীতল, সে যেন বিয়োগীচিহ্নের সেরা চিহ্ন হয়
গর্জন যেন হয় নির্বাক, বোবা পৃথিবীর চেয়েও নির্বাক
রক্তিম জল যেন কলমের হৃদ কালি হয়
দাও, বজ্রের স্পর্শ দাও
একটা কবিতা লিখবো
আকাশের আর্তনাদে বৃষ্টির সুরে গাইবো গান
অধরা,
এক ফোটা জল দিবে
একটা কবিতা লিখবো।
অধরা সিরিজের কবিতা। ভালোবাসা কবি রুদ্র আমিন ভাই।
ঠিক তাই, আপনাদের ভালোবাসায় বেঁচে আছি ভাইজান। আরও ভালোবাসা চাই। বাঁচতে চাই আর কয়েকটা দিন।
সুন্দর কবিতা আমিন ভাই।
ধন্যবাদ সুমন ভাই।
বেশ ভাবনাময় আমিন দা
ভালোবাসা…
গর্জন যেন হয় নির্বাক, বোবা পৃথিবীর চেয়েও নির্বাক আর রক্তিম জল যেন কলমের হৃদ কালি হয়।
মন্তব্যে ভালো লাগা।
অভিনন্দন মি. রুদ্র আমিন।
ধন্যবাদ মুরুব্বী…… আপনার ভালোবাসার বড্ড প্রয়োজন।
শুভকামনা প্রিয়জন
ভালোবাসা রইল।
সুন্দর।