খোলা চিঠির উত্তর

খোলা চিঠির উত্তর

কি দারুণ
আঁকা বাঁকা পথের মোড়ে অকল্যাণ ফুল
গন্ধ সৌরভী জেনো আকুল করে প্রাণ;
ঐ চাঁদ মুখে-
কিছু ধোঁয়ার নির্যাস করা শুধু উপেক্ষা-
হাতছানি দিচ্ছে সেই কল্যাণময় সকালটা!
অথচ ফাল্গুণ
গল্পটা আফসোস রয়েই গেল- তবুও
ঢল ঢাক বাজনার চৈত্র এলে পুড়ায়-
অতঃপর এ গল্পের
অবশেষে ফুটেছে ঘাসফুল নয় মাটির
চিহ্ন বৈকালির সাদা মেঘের খোলা চিঠির
একখানা উত্তর।

২৯ বৈশাখ ১৪২৬, ১২ মে ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “খোলা চিঠির উত্তর

  1. অবশেষে খোলা চিঠির উত্তর পেয়ে গেলাম বাউল কবি মি. সরকার। অভিনন্দন। :)

    1. জ্বি কবি মুরুব্বী দা

      অনেক ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন————

    1. জ্বি কবি সুমন দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন————

  2. অভিনন্দন আর ভালেোবাসা কবি লিটন ভাই। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি কবি সৌমিত্র দা আপনাকেউ

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন————-

  3. ভালো লাগলো…

    শুভকামনা প্রিয়   

    1. জ্বি কবি মিজান দা

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন————-

    1. জ্বি কবি রিয়া দিদি

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন————-

  4. শুভেচ্ছা কবি আলমগীর ভাই। 

    1. জ্বি কবি তুবা আপু

      আপনাকেউ অনেক শুভেচ্ছা জানাই

      ভাল থাকুন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।